shono
Advertisement

সাইফার মামলায় জামিন ইমরানের, মুক্তি পাবেন কি?

পিটিআইয়ের সহ সভাপতি মেহমুদ কুরেসিও জামিন পেয়েছেন।
Posted: 02:50 PM Dec 22, 2023Updated: 03:55 PM Dec 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জামিন পেলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের সুপ্রিম কোর্ট সাইফার মামলায় শুক্রবার তাঁর ও পিটিআইয়ের সহ সভাপতি মেহমুদ কুরেসির জামিনের আবেদন মঞ্জুর করেছে। কিন্তু জামিন পেলেও এখনও পরিষ্কার নয়, ইমরান মুক্তি পাবেন কিনা। কেননা তাঁর বিরুদ্ধে বহু মামলাই ঝুলে রয়েছে।

Advertisement

কী এই সাইফার মামলা? প্রধানমন্ত্রীর পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পিছনে আমেরিকার ষড়যন্ত্র রয়েছে, এই অভিযোগ ছিল ইমরানের। আর সেই অভিযোগের প্রমাণ দিতে গিয়ে তিনি একটি নথি প্রকাশ্যে আনেন। জনসভায় তা প্রদর্শনও করেন। সেই নিয়েই ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদিও ইমরানের দাবি, তিনি যা দেখিয়েছিলেন তা সাইফার অর্থাৎ গোপন খবরের সাংকেতিক রূপ নয়।

[আরও পড়ুন: সাংসদের সাসপেনশনের প্রতিবাদ, রাস্তায় নামল INDIA, যন্তরমন্তরে ধরনা রাহুলদের]

এদিন শুনানির সময় ইমরানকে বলতে শোনা যায়, ”ক্ষমতাশালী লোকেরা রয়েছে এই মামলায়। কিন্তু তাদের সুরক্ষা দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী থাকাকালীন এই নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলাম।” সেই সঙ্গে তাঁর অভিযোগ, তাঁর দলের নেতাদের জেলের ভিতরে ‘ছাগলের মতো’ বন্দি করে রাখা হচ্ছে। এর পরই সাইফার মামলায় তাঁর জামিনের আর্জিতে সাড়া দিয়ে পাক শীর্ষ আদালত জানিয়ে দেয়, ইমরানকে জামিন দেওয়া হচ্ছে।

[আরও পড়ুন: না থেকেও কংগ্রেসের বৈঠকে ‘উপস্থিত’ মমতা! আসন রফায় গতি আনছে হাত শিবির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement