shono
Advertisement

প্রধানমন্ত্রীর কুরসিতে বসেই চিনের উপর চাপ তৈরির কৌশল ইমরানের

নেবেন সাহসিক সিদ্ধান্ত! The post প্রধানমন্ত্রীর কুরসিতে বসেই চিনের উপর চাপ তৈরির কৌশল ইমরানের appeared first on Sangbad Pratidin.
Posted: 04:08 PM Aug 20, 2018Updated: 09:19 PM Aug 20, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শনিবারই পাকাপাকি ভাবে পাকিস্তানের মসনদে বসেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান৷ জল্পনা, তখতে বসেই বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করতে চলেছেন তিনি৷ শোনা যাচ্ছে, অর্থনৈতিক করিডর সংক্রান্ত বিষয়ে চিনের উপরে চাপ বাড়াতে চলেছে পাকিস্তান তথা ইমরান প্রশাসন৷ ২০১৫-তে সিপিইসি সংক্রান্ত যে চুক্তি স্বাক্ষর করেছিল তৎকালীন পাক প্রশাসন, সেই চুক্তির বিভিন্ন শর্ত ও বিষয়বস্তু খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে৷ এমনই জানিয়েছেন ইমরানের দলের সদস্য সৈয়দ সইবিল ফরাজ৷

Advertisement

[কেরলের বন্যার্তদের নিয়ে ফেসবুকে রসিকতা, চাকরি খোয়ালেন যুবক]

নবগঠিত পাক সাধারণ সভার সদস্য ফরাজ আবার সংসদের পরিকল্পনা, রূপায়ণ ও উন্নয়ন দপ্তরের স্ট্যান্ডিং কমিটির সদস্য৷ তিনি জানান, আগের সরকার অর্থাৎ নওয়াজ শরিফের নেতৃত্বাধীন সরকার পাকিস্তানের সঙ্গে সিপিইসি বা চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করে৷ সেই চুক্তির বিষয় বস্তুই পুনরায় খতিয়ে দেখবে নয়া সরকার৷ দেখা হবে চুক্তির শর্ত বা বিষয়গুলির মধ্যে কোনগুলি পাকিস্তানের জন্য লাভজনক এবং দেশের মানুষের স্বার্থকে মাথায় রেখে নেওয়া হয়েছে৷ কোন শর্তগুলি পাকিস্তানের পক্ষে ক্ষতিকারক৷ এখানেই শেষ নয়, পূর্বতন নওয়াজ সরকারের বিরুদ্ধে অভিযোগও এনেছেন এই পিটিআই সদস্য৷ তিনি জানিয়েছেন, পাক সাধারণ সভা ও স্টকহোল্ডারদের সম্পূর্ণ অন্ধকারে রেখেই জিনপিং প্রশাসনের সঙ্গে এই চুক্তির স্বাক্ষর করেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ৷ ফলে, অনেকেরই এই চুক্তির বিষয়ে বিন্দুমাত্র ধারনা নেই৷ ফলে বারবার বিতর্কের মধ্যে পড়তে হয়েছে সিপিইসি-কে৷

পাক প্রধানমন্ত্রীর কুরসিতে বসেই দেশের অর্থনৈতিক মেরুদণ্ড সোজা করার ডাক দিয়েছেন ইমরান খান৷ সেক্ষেত্রে সিপিইসি চুক্তিকে খতিয়ে দেখে চিনের সঙ্গে এই বিষয়ে আবারও বৈঠকে বসার জল্পনা উসকে দিয়েছেন তাঁরই দলের সদস্য৷ ফরাজের দাবি, বেজিং-এর জন্য গদর পোর্টের দরজা খুলে দিলেও তা থেকে খুবই কম আয় হচ্ছে পাকিস্তানের৷ যা নিয়ে মাঝে মাঝে বিতর্ক বাঁধে৷ এবার সেই আয়ের বিষয়টি নিয়েই বৈঠক হতে পারে বলে জল্পনা উসকে দিয়েছেন তিনি৷

[দূরপাল্লার ক্ষেপণাস্ত্রে ওয়াশিংটনে হামলার ছক কষছে চিন!]

প্রসঙ্গত, ২০১৫-তে স্বাক্ষর হওয়া মৌ-য়ের ভিত্তিতে চীন-পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক করিডর বা সিপিইসি নির্মাণকার্য শুরু হয়েছে৷ চিনের প্রস্তাবিত ওয়ান বেল্ট, ওয়ান রোড নীতির উপর ভিত্তি করে, তাদের অর্থ সাহায্যেই এই করিডর তৈরি হচ্ছে৷ পাকিস্তানের গদর পোর্ট থেকে বালোচিস্তান হয়ে চিনের শিনজিং প্রদেশ পর্যন্ত এই পথটি তৈরি করা হচ্ছে৷ যার মোট দৈর্ঘ্য ২,০০০ কিলোমিটার৷ এই পথ তৈরি করতে কেবল অর্থনৈতিক পাকিস্তানের ক্ষতি করথে না চিন৷ পাশাপাশি, কাজে লাগাচ্ছে পেশি শক্তিও৷ এই করিডর নিয়ে প্রথম থেকেই বিক্ষোভ প্রদর্শন করে আসছেন বালোচরা৷ অভিযোগ, বলপূর্বক তাঁদের বাসভূমি কেড়ে নিয়ে এই করিডর তৈরি করছে পাকিস্তান৷ যাতে পূর্ণ মদত দিচ্ছে চিন৷

The post প্রধানমন্ত্রীর কুরসিতে বসেই চিনের উপর চাপ তৈরির কৌশল ইমরানের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement