সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”২০১৪ সালে কেউই জানতেন না মোদি কে। তবুও তাঁরা আমাকে ভোটে জিতিয়েছিলেন বিরাট জনাদেশে।” এক সাক্ষাৎকারে এমন কথাই বললেন মোদি (Pm Modi)। সামনের বছরই ২০২৪ সালের লোকসভা নির্বাচন। তার আগে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি দাবি করলেন, সামনের বছর তাঁর ফের মসনদে বসা স্রেফ সময়ের অপেক্ষা।
তাঁকে বলতে শোনা গিয়েছে, ”২০১৪ সালে কেউ চিনতেন না মোদিকে। তবুও তাঁরা আমাকে ভোটে জিতিয়েছিলেন বিরাট জনাদেশে। পরের দশ বছরে তাঁরা দেখতে পাচ্ছেন সর্বত্রই কমবেশি মোদি রয়েছে। সে চন্দ্রযান মিশন হোক কিংবা আমার সাম্প্রতিক আমেরিকা সফরে। এখন তাঁরা আমাকে ভাল করেই চেনেন। আমার সন্দেহ নেই মানুষ সঠিক নির্বাচনই করবেন।”
[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি সত্ত্বেও অবস্থানে অনড় রাজ্যপাল, মধ্যরাতে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ]
সেই সঙ্গে মোদি জোর দিয়েছেন মজবুত ও স্থায়ী সরকার গঠনে। এবং যেভাবে মানুষ, ইতিমধ্যেই দু’বার তাঁদের সরকারকে নির্বাচন করেছেন সেজন্য তিনি আমজনতার প্রতি তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মোদির মতে, ”রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে তবেই বিভিন্ন ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়ন, অর্থনীতি, শিক্ষা সব দিকেই নজর রাখা সম্ভব হয়।”
এদিকে কোভিডকালে তাঁর উপরে নতুন নোট ছাপানোর চাপ ছিল, তাও জানিয়েছেন মোদি। তাঁর কথায়, ”আমি তা করিনি। জানতাম যা করছি তা বড় রাজনৈতিক ঝুঁকি, কিন্তু আমি কোভিড-১৯ ম্যানেজমেন্টের জন্য টাকা ভাগ করে দিয়েছিলাম।”