সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রূপান্তরকামী ও সমকামীদের পাশে থাকার বার্তা দিয়েছিলেন মোহন ভাগবত। সেই পথেই অগ্রসর আরএসএস। এই প্রথমবার আরএসএস ও সেবা ভারতীর হোলি মিলন উৎসবে ডাকা হল রূপান্তরকামীদের। ‘শিখণ্ডী ভাই, বোনদের স্বাগত’ বলে ডেকে নেওয়া হল মঞ্চে।
জানুয়ারি মাসে LGBTIQA+ সম্প্রদায়ের পাশে দাঁড়িয়ে আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত দাবি তুলছিলেন এই সম্প্রদায়ের মানুষদেরও ব্যক্তিগত স্পেস দেওয়া হোক। সেই বক্তব্যে আমল দিয়েই হোলি মিলন উৎসবে রূপান্তরকামীদের শামিল করা হল। দিল্লির সদর দপ্তরে আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। যেখানে নাচ, গানেরও ব্যবস্থা করা হয়েছিল।
[আরও পড়ুন: ‘বাঘা যতীন’-এর শুটিং করতে গিয়ে আহত দেব, ব্যান্ডেজ বাঁধা চোখে পোস্ট করলেন ছবি]
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়েছে ছ’জন রূপান্তরকামী মানুষকে মঞ্চে ডেকে নেন আরএসএসের উচ্চপদস্থ কর্মকর্তা। আর তাঁদের ‘শিখণ্ডী ভাই, বোন’ বলে সম্বোধন করেন। কেন এই পদক্ষেপ? তাঁর উত্তরে বলা হচ্ছে, LGBTIQA+ সম্প্রদায়ের মানুষজন যাতে সমাজে নিজেদের ব্রাত্য মনে করে অন্য ধর্মের দিকে আসক্ত না হয়ে যান। সেই কারণেই এই পদক্ষেপ।
সেবা ভারতীর সাধারণ সম্পাদক সুশীল ভারতী বলেন, “হাজার হাজার বছর আগেও অর্ধনারীশ্বর শব্দটির অস্তিত্ব ছিল। তার মানে আমাদের সমাজে সবসময় ছিলেন আর তাঁদের প্রাপ্য সম্মান দিতেই হবে। ওঁরাও আমাদের এই সমাজের অঙ্গ।” এর আগে মোহন ভাগবত বলেছিলেন, ”যেদিন থেকে মানুষ এসেছে, সেদিন থেকেই এই ধরনের প্রবৃত্তিও দেখা গিয়েছে। এটা জৈবিক বিষয়। জীবনেরই একটা অংশ। আমরা চাই তাঁরা যেন ব্যক্তিগত স্পেস পান এবং নিজেদের সমাজেরই অংশ ভাবতে পারেন। বিষয়টা খুবই সাধারণ। এই দৃষ্টিভঙ্গির প্রচার দরকার। নাহলে অন্য পদক্ষেপগুলি নিরর্থক হয়েই থেকে যাবে।”
[আরও পড়ুন: দোলযাত্রা নয়, ‘অনুদা’কে দিল্লি যাত্রার শুভেচ্ছা! অনুব্রতকে কটাক্ষ করে ফের ছড়া রুদ্রনীলের]