shono
Advertisement
Narendra Modi

কেন্দ্রের ব্যর্থতা ঢাকতে সব দোষ বিরোধীদের কাঁধে! মোদির 'অনুপ্রবেশ' মন্তব্যে পালটা তোপ খাড়গের

রবিবার অসমের কামরূপে মোদির সভা ছিল।
Published By: Saurav NandiPosted: 05:59 PM Dec 21, 2025Updated: 05:59 PM Dec 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসই চাইছে অসমে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটুক। এই মর্মে রবিবার কংগ্রেসকে বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তা নিয়ে পালটা মোদিকে বিঁধলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তাঁর মন্তব্য, প্রধানমন্ত্রী নিজে অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ। ওই ব্যর্থতা ঢাকতেই সব কিছু বিরোধীদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন।

Advertisement

রবিবার অসমের কামরূপে মোদির সভা ছিল। ওই সভায় প্রধানমন্ত্রী বলেন, "দেশদ্রোহী কাজকর্মে লিপ্ত হচ্ছে কংগ্রেস। ওরা চাইছে, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অসমে এসে থাকুক। ওরা এখানকার মানুষকে নিয়ে ভাবিত নয়। ওরা শুধু নিজেদের ভোটব্যাঙ্ক নিয়ে ভাবিত।" ক্ষমতা দখল করতেই কংগ্রেস এসআইআর-এর বিরোধিতা করছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, "আমি ভাল কিছু করতে গেলেই ওরা বিরোধিতা করে। কিন্তু বিজেপি অসমের মানুষের জন্যই কাজ করে যাবে।"

এ নিয়ে মোদির উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়েছেন খাড়গে। তাঁর প্রশ্ন, "উনি কোন যুক্তিতে বিরোধী দলগুলির ঘাড়ে দোষ চাপাচ্ছেন? কেন্দ্রে এবং অসমেও বিজেপির সরকার। ওরা যদি অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ হয়, তার দায় কংগ্রেসের? আমরা কি এখানে শাসন করছি? উনি ব্যর্থ হয়েছেন এবং এর দায়ে উনি বিরোধীদের ঘাড়ে চাপাচ্ছেন। ওঁর মন্তব্যের তীব্র নিন্দা করছি।" খাড়গের সংযোজন, "আমরা কখনও সন্ত্রাসবাদী বা অনুপ্রবেশকারীদের সমর্থন করিনি। উনি দোষারোপ করছেন কারণ উনি অনুপ্রবেশ আটকাতে ব্যর্থ হয়েছেন। "

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কংগ্রেসই চাইছে অসমে বাংলাদেশিদের অনুপ্রবেশ ঘটুক।
  • এই মর্মে রবিবার কংগ্রেসকে বিঁধেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • তা নিয়ে পালটা মোদিকে বিঁধলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে।
Advertisement