সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বক্সিং ডে টেস্টের আগে মন ছুঁয়ে যাওয়া ছবি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। বড়দিনের উপহার নিয়ে অস্ট্রেলিয়ার (Australia) অনুশীলনে হাজির পাকিস্তানের ক্রিকেটাররা(Pakistan)। আর এই ছবি সোশাল মিডিয়ায় দারুণ সমাদৃত হয়েছে।
তিন টেস্টের সিরিজে পাকিস্তান পিছিয়ে রয়েছে ১-০-এ। দ্বিতীয় টেস্টের আগে বড়দিনে ঘাম ঝরাতে ব্যস্ত অজি ক্রিকেটাররা। অজিদের অনুশীলনে উপস্থিত পাক ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের হাতে বড়দিনের উপহার তুলে দিলেন পাক ক্রিকেটাররা। অজি ক্রিকেটারদের ছেলেমেয়েদের জন্য ক্যান্ডিও উপহার হিসেবে দেন পাক ক্রিকেটাররা। পাকিস্তানের নতুন অধিনায়ক শান মাসুদকে এক্ষেত্রেও নেতৃত্ব দিতে দেখা গিয়েছে। পাক দলের কোচিং স্টাফ ও পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমও উপহারের ডালি হাতে উপস্থিত হন।
[আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নতুন দায়িত্বে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং কোচ, কোন ভূমিকায় তিনি?]
মন জিতে নেওয়া এই ভিডিও সোশাল মিডিয়ায় পোস্ট করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই ভিডিওর ক্যাপশন হিসেবে লেখা হয়েছে, ”উষ্ণ শুভেচ্ছা এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটার এবং তাঁদের পরিবারের জন্য হৃদয়গ্রাহী উপহার।”
ভিডিওয় দেখা গিয়েছে পাক অধিনায়ক শান মাসুদ ও অজি অধিনায়ক প্যাট কামিন্স একে অপরের সঙ্গে করমর্দন করছেন, সৌজন্য বিনিময় করছেন। কামিন্সকে বলতে শোনা গিয়েছে, ”এটা দারুণ ব্যাপার। বড়দিনের উপহার এবং বাচ্চাদের জন্য ললিপপ উপহার দেওয়া হয়েছে। পাকিস্তান দলের সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ভালো।”
প্রথম টেস্ট ম্যাচ পাকিস্তান ৩৬০ রানে হেরে গেলেও দ্বিতীয় টেস্টে সমতা ফেরাতে বদ্ধপরিকর শান মাসুদের ছেলেরা। সরফরাজ আহমেদকে বাদ দেওয়া হয়েছে।