shono
Advertisement

Breaking News

অসুস্থ খালেদা জিয়াকে বাঁচাতে বিদেশে নিয়ে যেতেই হবে, জোরাল মত চিকিৎসকদের

লিভারে সংক্রমণ, গত ২ মাস ধরে হাসপাতালে ভর্তি বিএনপি নেত্রী।
Posted: 01:03 PM Oct 09, 2023Updated: 01:07 PM Oct 09, 2023

সুকুমার সরকার, ঢাকা: প্রায় দু মাস ধরে হাসপাতালে ভর্তি বাংলাদেশের (Bangladesh) বিরোধী বিএনপি নেত্রী খালেদা জিয়া। তাঁর একাধিক শারীরিক সমস্যা রয়েছে। সময়ের সঙ্গে অবস্থার অবনতি ঘটছে। এই অবস্থায় জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শ, তাঁকে চিকিৎসার জন্য বিদেশে (Foreign) নিয়ে যেতেই হবে। জীবন ঝুঁকির মধ্যে রয়েছে। মেডিক্যাল বোর্ডের কো-অর্ডিনেটর ডাক্তার এফ এম সিদ্দিকি।

Advertisement

গত ৯ আগস্ট থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি নেত্রী খালেদা জিয়া (Khaleda Zia)। সোমবার তাঁর শারীরিক অবস্থা নিয়ে সাংবাদিক বৈঠক করে মেডিক্যাল বোর্ড। সেখানে ডাক্তার এফ এম সিদ্দিকি বলেন, ‘‘খালেদা জিয়ার এখন যে শারীরিক অবস্থা, তাঁর লিভারে জল জমেছে। সেই জল ঝরছে। লিভারে ইনফেকশন হয়েছে। এ পরিস্থিতি থেকে তাঁকে বের করতে বিদেশে নিয়ে যাওয়া দরকার।’’

[আরও পড়ুন: হামাসের হামলায় মৃত মার্কিনরা, ইজরায়েলে যুদ্ধবিমান-রণতরী পাঠাল ক্ষুব্ধ আমেরিকা]

অসুস্থ বিএনপি (BNP) নেত্রীকে উচ্চমাত্রার অ্যান্টিবায়োটিক দেওয়া হলেও তা আর কাজ করছে না। তাঁকে বাড়ি ফিরিয়ে নেওয়ার মতো অবস্থা নেই বলেও জানান ডা. সিদ্দিকি। তিনি আরও জানান, বাংলাদেশে চিকিৎসার (Treatment) সীমাবদ্ধতা আছে। খালেদা জিয়াকে দেশের বাইরে মাল্টি ডিসিপ্লিনারি মেডিক্যাল সেন্টারে নিয়ে গেলে তাঁর জীবন বাঁচবে বলে মনে করছেন চিকিৎসকরা।

[আরও পড়ুন: ৭ ডিসেম্বর থেকে শুরু পাঁচ রাজ্যের ভোটগ্রহণ, দিনক্ষণ ঘোষণা কমিশনের]

বিএনপি নেত্রীর চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল বোর্ড অনেকদিন ধরে তাঁর লিভার প্রতিস্থাপনের জন্য বিদেশে নিয়ে চিকিৎসার পরামর্শ দিচ্ছে। তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এদিন বলেন, ‘‘আমাদের মেডিক্যাল বোর্ড সর্বোচ্চটুকু করেছে। তাদের আর কিছু করার নেই। এখন বাইরে চিকিৎসার ব্যবস্থা আছে। খালেদা জিয়াকে বাঁচাতে হলে তাঁকে বাইরে নিয়ে যেতেই হবে।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement