shono
Advertisement

Breaking News

সার্জিক্যাল স্ট্রাইক করে প্রধানমন্ত্রীর মতো কাজ করেছেন মোদি, মত রাহুলের

পাক বিরোধিতায় এককাট্টা দেশের রাজনৈতিক দলগুলি। The post সার্জিক্যাল স্ট্রাইক করে প্রধানমন্ত্রীর মতো কাজ করেছেন মোদি, মত রাহুলের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:49 AM Oct 01, 2016Updated: 07:19 PM Sep 30, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে মোদির যে কোনও পদক্ষেপই অপছন্দ করেন রাহুল গান্ধী। মোদির যে কোনও কাজের কড়া সমালোচনা করেন তিনি।

Advertisement

কিন্তু এই প্রথম মোদির প্রশংসায় মুখ খুললেন রাহুল গান্ধী। “আড়াই বছরে প্রথমবার প্রধানমন্ত্রীসুলভ কাজ করে দেখালেন নরেন্দ্র মোদি। আর তাঁর এই কাজে কংগ্রেসকে সম্পূর্ণভাবে পাশে পাবে দেশের সরকার।”, সার্জিক্যাল স্ট্রাইকে ভারতীয় সেনাবাহিনীর সাফল্য ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তারিফ করে এই কথাই বললেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। উরিতে জঙ্গি হামলার বদলা হিসাবে সার্জিক্যাল স্ট্রাইকে ভারতীয় সেনারা যে সাফল্য পেয়েছেন, তাতেই বেজায় খুশি কংগ্রেসের যুবরাজ। তাঁর পাশাপাশি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও পাক জঙ্গিদের কড়া সাজা দেওয়ায় মোদি সরকারের প্রশংসা করেছেন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার দেশের প্রধান বিরোধীদলগুলিও পাকিস্তানের মোকাবিলায় সর্বোতভাবে সরকারের পাশে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

The post সার্জিক্যাল স্ট্রাইক করে প্রধানমন্ত্রীর মতো কাজ করেছেন মোদি, মত রাহুলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement