shono
Advertisement

ইন্দো-বাংলা সীমান্তে জোর নিরাপত্তায়

আগামী দু'বছরের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত পুরোপুরি ঘিরে ফেলা হবে
Posted: 09:24 PM Jun 25, 2016Updated: 03:59 PM Jun 25, 2016
@font-face { font-family: 'Noto Sans Bengali'; font-style: normal; font-weight: 400; src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.eot); src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.eot?#iefix) format('embedded-opentype'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.woff2) format('woff2'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.woff) format('woff'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Regular.ttf) format('truetype') } @font-face { font-family: 'Noto Sans Bengali bold'; font-style: normal; font-weight: 700; src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.eot); src: url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.eot?#iefix) format('embedded-opentype'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.woff2) format('woff2'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.woff) format('woff'), url(https://www.sangbadpratidin.in/wp-content/themes/SANGBADPRATIDIN/assets/fonts/noto-font/NotoSansBengali-Bold.ttf) format('truetype') } p {font-family: 'Noto Sans Bengali', sans-serif; font-size: 20px; line-height: 33px;}

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী দু’বছরের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্ত পুরোপুরি ঘিরে ফেলা হবে বলে শনিবার জানাল স্বরাষ্ট্রমন্ত্রক৷

Advertisement

স্বরাষ্ট্রমন্ত্রকের সেক্রেটারি বর্ডার ম্যানেজমেন্ট সুশীল কুমার আজ বলেছেন, “২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে ফেন্সিংয়ের কাজ শেষ হয়ে যাবে৷ যদি দুই দেশের কোনও সীমান্তবর্তী অঞ্চলের উপর দিয়ে নদী বয়ে যায়, তাহলে সেই সব ক্ষেত্রকে চিহ্নিত করে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে৷”

ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, পশ্চিমবঙ্গ-সহ সীমান্তবর্তী রাজ্যগুলির স্বরাস্ট্র দফতরের সঙ্গে অনবরত যোগাযোগ রেখে চলেছেন মন্ত্রকের কর্তারা৷ চিফ সেক্রেটারি ওয়াই পি সিং, দিজিপি কে নাগরাজ, বিএসএফ-এর আইজি বি সংগওয়ান ত্রিপুরা ও অসমের জেলাশাসকদের সঙ্গে কথা বলেছেন৷ ওই বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির আধিকারিকরাও৷ বৈঠকের পর সুশীল কুমার জানিয়েছেন, কয়েকটি বিতর্কিত এলাকা নিয়ে ভারত সরকারকে বাংলাদেশের সঙ্গে কথা বলতে হবে৷ আলোচনার মাধ্যমেই সীমান্ত সমস্যার সমাধান হতে পারে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement