সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একজন জনপ্রিয় ইউটিউবার (YouTuber) কত টাকা আয় করেন? এই বিষয়ে একাধিক ভিডিও মেলে ইউটিউব সার্চ করলেই। অনেকেই যে মোটা টাকা আয় করেন, তাও জানা যায়। তার হাতেগরম উদাহরণ মিলল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা এক ইউটিউবারের বাড়িতে আয়কর হানায়। আয়কর দপ্তর সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের বাড়ি থেকে নগদ ২৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে।
উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা ইউটিউবারের বাড়িতে আয়কর হানার কথা সোমবার প্রকাশ্যে এসেছে। যুবকের নাম তসলিম। তিনি শেয়ার মার্কেট সংক্রান্ত ভিডিও তৈরি করতেন। যা রীতিমতো জনপ্রিয়। যুবক কোটি টাকা আয় করেন বলেই দাবি। তাঁর বিরুদ্ধে অভিযোগ, বেআইনি ভাবে টাকা আয় করেছেন। যদিও ইউটিউবারের পরিবারের সদস্যরা সেকথা মানতে চায়নি।
[আরও পড়ুন: বঙ্গে মহিলাদের উপর অত্যাচার! রাজ্যে আসছে বিজেপির ৫ মহিলা সাংসদের ফ্যাক্ট ফাইন্ডিং টিম]
তসলিমের ভাই ফিরোজ জানিয়েছেন, দাদার জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘ট্রেডিং হাব ৩.০’। যেখান থেকে ১.২ কোটি টাকা আয় হয়েছে। তবে ৪ লক্ষ টাকা আয়করও দিয়েছেন তাঁরা। ফলে কোনওভাবেই তাঁদের আয়কে বেআইনি বলা যাবে না। ফিরোজ বলেন, “আমরা কোনও অন্যায় করিনি। ইউটিউব চ্যানেল চালাই। সেখান থেকে ভাল আয় হয়, এটা সত্যি। কিন্তু আয়কর হানা পরিকল্পিত চক্রান্ত।” তসলিমের মায়েরও দাবি, ছেলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হচ্ছে।