চন্দ্রশেখর চট্টোপাধ্যায়: সাতসকালে আসানসোলে এক প্রাক্তন বিধায়কের বাড়িতে আয়কর হানা। ভোর পাঁচটায় সোহরাব আলির বাড়িতে ঢুকেছে প্রতিনিধি দল। চলছে তল্লাশি। এদিকে প্রাক্তন বিধায়কের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।
আসানসোলের প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহরাব আলি। একটা সময়ে বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পেশায় লোহার কারবার করতেন। বার্নপুর ইস্পাত কারখানার সঙ্গে যোগ ছিল সোহরাবের। একাধিকবার তাঁর বিরুদ্ধে অবৈধ ব্যবসার অভিযোগ উঠেছে। ২০১১ সালে তৃণমূলের টিকিটে বিধানসভা ভোটে লড়াই করেন তিনি। জিতেও যান। ২০১৬ সালে ফের তাঁকে টিকিট দেয় শাসকদল।
[আরও পড়ুন: খাবারের খোঁজে অনুষ্ঠান বাড়িতে হানা দাঁতালের, মুহূর্তে ‘ভ্যানিশ’ বউভাতের চাল-ডাল-সবজি!]
কিন্তু সেই সময় সোহরাবের বিরুদ্ধে মামলা চলছিল। সেই কারণে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি তিনি। ফলে ২০১৬ সালে তাঁর স্ত্রী নার্গিস বানু ওই আসনে ভোটে দাঁড়ান। কিন্তু সেবার তিনি জিততে পারেননি। বর্তমানে তিনি কাউন্সিলর। এদিকে প্রোমোটিংয়ের ব্যবসায় যুক্ত সোহরাব। বুধবার সকালে আচমকাই সোহরাব আলির আসানসোলের বাড়িতে হানা দেন আয়কর বিভাগের আধিকারিকরা। বেশ কয়েকঘণ্টা পেরিয়ে গেলেও এখনও চলছে তল্লাশি। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকায়।