shono
Advertisement
IND vs AUS

চর্চায় বিরুষ্কাপুত্র, পারথের গ্যালারি থেকে ভাইরাল হওয়া ছবি কি আদৌ অকায়ের? জানুন সত্যিটা

ভাইরাল হওয়া ওই ফুটফুটে খুদে কে আদতে?
Published By: Sandipta BhanjaPosted: 09:53 AM Nov 25, 2024Updated: 12:40 PM Nov 25, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার পারথ টেস্ট (IND vs AUS) ঘিরে নেটপাড়ায় ঝড়! ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচের তৃতীয় দিনে চর্চা শুধুমাত্র একটি ছবি নিয়েই। পারথের গ্যালারি থেকে এক ফুটফুটে খুদের ছবি ভাইরাল হতেই অনুরাগীদের দাবি, এটাই বিরুষ্কাপুত্র অকায় কোহলি। আদৌ কি তাই?

Advertisement

ভাইরাল ওই ছবিতে দেখা গিয়েছে, অনুষ্কা শর্মার ঠিক পিছনেই এক ব্যক্তির কোলে খুদে। পরনে নীল জামা। অবাক দৃষ্টিতে চেয়ে সামনের দিকে। সকলেই ম্যাচ উপভোগ করতে ব্যস্ত। ব্যস, অমনি যোগসূত্র খুঁজে নেটপাড়ার সিংহভাগের দাবি, এই ছবি নাকি অকায় কোহলির। কেউ বলছেন, 'আরে এ তো কিং কোহলির কার্বন কপি'। কেউ বা আবার বিরাটের ছোটবেলার ছবির সঙ্গে এই খুঁজের ছবি জুড়ে দিয়ে বলছেন, 'বাপ কা বেটা!' সেই ক্যামেরাবন্দি মুহূর্ত দাবানলের মতো ভাইরাল হতেই জানা গেল সত্যিটা। সূত্র বলছে, পারথের গ্যালারি থেকে ভাইরাল হওয়া ওই মিষ্টি খুদে মোটেই বিরুষ্কাপুত্র না। ভিআইপি গ্যালারিতে বসে থাকা তাঁদেরই এক বন্ধুর সন্তান। কিন্তু অনুরাগীদের একাংশের আবার মন মানতে চাইছে না। তাঁদের দাবি, 'কিং কোহলির সেঞ্চুরির দিনই ছেলে অকায়ের মুখ দেখতে পাওয়া, উপরি পাওনাই বটে!'

সন্তানদের লোকচক্ষুর আড়ালে রাখতেই পছন্দ করেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। কিন্তু ক্যামেরা কি আর সব সময় সাবধানী থাকতে পারে? অসতর্ক মুহূর্ত ঠিক ধরা পড়ে যায়। তেমনই ঘটেছিল মেয়ে ভামিকার ক্ষেত্রে। বিরুষ্কাকন্যার ছবি ভাইরাল হতেই তারকাদম্পতি আইনি পথে হেঁটেছিলেন। তাই এবার যে অকায়ের মুখ ক্যামেরাবন্দি করার আগে ফটোশিকারিরা বিশেষ সাবধঘানতা অবলম্বন করবেন তা বলাই বাহুল্য। শেষমেশ জানা গেল, গ্যালারির ওই মিষ্টি খুদে যাকে কিনা অনেকাটা বিরাটের মতোই দেখতে, সে আদৌ তাঁর ছেলেই না। বরং অন্য কেউ। ২০২১ সালের ১১ জানুয়ারি বিরাট-অনুষ্কার মেয়ে ভামিকার জন্ম হয়। সেই থেকেই মেয়েকে আড়ালে রেখেছেন তারকা দম্পতি। মাঝে ভামিকার ছবিও ফাঁস হয়ে গিয়েছিল। আর তার জন্য সেসময় সংবাদমাধ্যমকে একহাত নিয়েছিলেন অভিনেত্রী। অকায়ের জন্মের পরও প্রচুর রাখঢাক ছিল। কিন্তু পারথ টেস্টের মাঝেই ক্যামেরাবন্দি এক ছবি ঘিকে নেটপাড়ায় শোরগোল।

চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি অকায়ের জন্ম হয়। তার পরে সোশাল মিডিয়ায় সুখবর দেন বিরাট ও অনুষ্কা। সেই থেকেই অকায় কোহলির মুখ দেখার জন্য উদগ্রীব ভক্তরা। এবারেও অবশ্য সেই ইচ্ছে পূরণ হল না। ভূমিষ্ঠ হয়েই যে সোশাল মিডিয়ায় ট্রেন্ডিং অকায়, তা আর বলার অপেক্ষা রাখে না। অনেক ভেবেচিন্তেই ছেলের নাম অকায় রেখেছেন বিরুষ্কা। হিন্দিতে একটি শব্দ রয়েছে ‘কায়া।’ এর অর্থ শরীর। সেই সূত্রেই অকায় শব্দের অর্থ যে নিজের শরীরের থেকেও বেশি কিছু। তুর্কি ভাষায় অকায়ের মানে ‘উজ্জ্বল চাঁদ।’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি অকায়ের জন্ম হয়।
  • সূত্র বলছে, পারথের গ্যালারি থেকে ভাইরাল হওয়া ওই মিষ্টি খুদে মোটেই বিরুষ্কাপুত্র না।
  • ভিআইপি গ্যালারিতে বসে থাকা তাঁদেরই এক বন্ধুর সন্তান।
Advertisement