shono
Advertisement

IND vs AUS: ইচ্ছা থাকলেও বোলিং করেন না! কিন্তু কেন? গোপন তথ্য ফাঁস করলেন শ্রেয়স

ধারাবাহিকতা বজায় রাখতে মরিয়া শ্রেয়স।
Posted: 09:49 AM Dec 04, 2023Updated: 09:49 AM Dec 04, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মারকুটে ব্যাটার হিসাবে আন্তর্জাতিক মঞ্চে ইতিমধ্যেই তিনি পরিচিত। তিনি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। একটা সময় ঘরোয়া ক্রিকেটে কমবেশি বোলিং করতেন তিনি। মুম্বইয়ের নেট প্র্যাকটিস চলার সময় তাঁকে অনেকবার অবশ্য বোলিং করতে দেখা গিয়েছে। ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকা অনেকেই মনে করেন শ্রেয়স বেশ ভালো অফ স্পিন বোলিং করেন। এমন সার্টিফিকেট পাওয়ার পরেও কেন আপাতত বোলিং করছেন না টিম ইন্ডিয়ার (Team India) তারকা ব্যাটার? সেটাই জানালেন এই মুম্বইকর।

Advertisement

শ্রেয়স বলেন, “আমি দেশের জার্সি গায়ে চাপিয়ে বোলিং করার জন্য মুখিয়ে আছি। একটা সময় মুম্বইয়ের নেটে নিয়মিত বোলিং করতাম। তবে ইদানিং বোলিং করা বন্ধ করে দিয়েছি। কারণ পিঠের চোট। এই চোটের জন্য দলের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ আমাকে বোলিং করতে নিষেধ করেছেন। নিজের কেরিয়ারকে দীর্ঘায়িত করার জন্য এতটুকু ত্যাগ স্বীকার তো করতেই হবে।”

[আরও পড়ুন: ‘ক্যাপ্টেন কুল’ ধোনির কোন ঐতিহ্য বহন করে সতীর্থদের মন জিতলেন অধিনায়ক সূর্য?]

২৮ বছরের শ্রেয়সের কেরিয়ার বারবার চোটের জন্য থমকে গিয়েছিল। কয়েক বছর আগে কাঁধে চোট পেয়েছিলেন। এর পর চলতি বছর বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্ট শুরু হওয়ার আগে পিঠের চোটে আক্রান্ত হন শ্রেয়স। চোট এতটাই বড় ছিল যে অস্ত্রোপচার করাতে হয়েছিল। ফলে অনেক মাস মাঠের ছিলেন তিনি। আইপিএল-এ (IPL) কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) হয়ে মাঠে নামতে পারেননি। খেলতে পারেননি ভারতের হয়ে একাধিক সিরিজ।

চোটের জন্য আন্তর্জাতিক মঞ্চে মাত্র ৭.৩ ওভার হাত ঘুরিয়েছেন শ্রেয়স। একটিও উইকেট নিতে পারেননি। যদিও প্রথম শ্রেণির ক্রিকেটে সব ফরম্যাট মিলিয়ে ১০টি উইকেট নিয়েছেন তিনি। তবে বল হাতে দলকে সাহায্য করতে না পারলেও, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে জাত চিনিয়েছেন শ্রেয়স। তিন নম্বরে নেমে করেছিলেন ৩৭ বলে ৫৩ রান। তাঁর সেই ইনিংস ৫টি চার ও ২টি ছক্কা দিয়ে সাজানো ছিল। এহেন শ্রেয়স আগামী কয়েক দিনের মধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ফরম্যাটের সিরিজ খেলতে রামধনুর দেশে উড়ে যাবেন।

[আরও পড়ুন: প্রথমবার বিদেশের মাটিতে আইপিএলের মিনি নিলাম, ভারত থেকে সরবে টুর্নামেন্টও?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement