সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুয়াহাটিতে গ্লেন ম্যাক্সওয়েলের (Glenn Maxwell) ব্যাটিং ঝড়টাই বদলে দিয়েছে যাবতীয় অঙ্ক। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দু’টিতে হেরে কোণঠাসা হয়ে পড়েছিল অস্ট্রেলিয়া (Australia)। গুয়াহাটিতে দুরন্ত জয়ের পর সেই দল যেন এখন রক্তের স্বাদ পাওয়া বাঘ। রায়পুরে ভারতের বিরুদ্ধে এবার সিরিজে সমতার ফেরানোর স্বপ্ন নিয়ে নামছে ষষ্ঠবার বিশ্বকাপজয়ী দল। তবে ‘ম্যাড ম্যাক্স’ তাণ্ডবের সামনে দিশাহারা দেখালেও দমে যেতে নারাজ সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) টিম ইন্ডিয়া (Team India)। চতুর্থ ম্যাচ জিতলেই সিরিজ পকেটে পুরে ফেলবে ‘মেন ইন ব্লু’ ব্রিগেড।
এমন পরিস্থিতিতে ভারতের জন্য বড় স্বস্তি, শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) প্রত্যাবর্তন। সিরিজের প্রথম তিন ম্যাচে না থাকলেও শেষ দু’ম্যাচে টিমে ফিরছেন ভারতের তারকা ব্যাটার। শ্রেয়সের অন্তর্ভুক্তিতে দলে অভিজ্ঞতা ও শক্তি দু’টোই বাড়বে, মানছেন ভারতীয় স্পিনার রবি বিষ্ণোই (Ravi Bishnoi)। সাংবাাদিক বৈঠকে রবি বলেন, “শ্রেয়স চলে আসায় টিমের শক্তি অনেকটাই বেড়েছে। বিশেষ করে ব্যাটিংয়ে। ওর মতো অভিজ্ঞ প্লেয়ার দলের জন্য অপরিহার্য।”
[আরও পড়ুন: অন্ধকারে ডুববে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ? বকেয়ার কোপে বিদ্যুৎ বিচ্ছিন্ন রায়পুরের স্টেডিয়াম]
বিশ্বকাপে দুরন্ত ফর্মে ছিলেন আইয়ার। ১১ ম্যাচে ৫৩০ রান করেন তিনি। বিষ্ণোই সেই প্রসঙ্গ টেনে বলেছেন, “শ্রেয়স টি-টোয়েন্টি ক্রিকেটে বরাবর স্বচ্ছন্দ। বিশ্বকাপে দুর্ধর্ষ ফর্মে ছিল। সেটা এই সিরিজে বজার রাখতে পারলে আমাদের পক্ষেই সেটা অ্যাডভান্টেজ হবে।”
সিরিজে আপাতত ২-১ এগিয়ে থাকলেও বারবার প্রশ্নের মুখে পড়েছে ভারতের বোলিং। প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ সিংদের মতো নির্ভরযোগ্য বোলার জলের মতো রান খরচ করেছেন। অবশ্য নজর কেড়েছেন রবি বিষ্ণোই। ৩ ম্যাচে ৬ উইকেট নিয়েছেন তরুণ লেগ স্পিনার। নিজের সাফল্যের পিছনে দলের অধিনায়ক সূর্যকুমারকে কৃতিত্ব দিচ্ছেন রবি।
যোগ করলেন, “অধিনায়ক হিসাবে সূর্য ভাই বোলারদের অনেক স্বাধীনতা দেয়। আমরা ওর নেতৃত্ব উপভোগ করছি।” শ্রেয়সের প্রত্যাবর্তনের মতোই ভারতীয় শিবিরে বড় স্বস্তি টপ অর্ডারের ব্যাটারদের ফর্মে থাকা। সেই অস্ত্রেই বাজিমাত করতে মরিয়া সূর্যকুমার যাদবের তারুণ্যে ভরা টিম ইন্ডিয়া।
আজ টিভিতে
ভারত বনাম অস্ট্রেলিয়া
চতুর্থ টি-টোয়েন্টি, রায়পুর
সন্ধ্যা ৭.০০, স্পোর্টস ১৮-এ