সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে (IND vs BAN) সহজেই জয় পেয়েছে ভারত। শুক্রবার থেকে কানপুরে শুরু দ্বিতীয় টেস্ট। সেখানেও জয়ের জন্য মুখিয়ে রয়েছেন রোহিতরা। কিন্তু কেমন হতে পারে প্রথম একাদশ? সেটা নির্ভর করবে কোন বিষয়ের উপরে? সেই নিয়ে উত্তর দিলেন ভারতীয় দলের সহকারী কোচ অভিষেক নায়ার। সেই সঙ্গে জানিয়ে দিলেন, কেন কোনও সহ-অধিনায়ক নেই ভারতীয় দলে।
চেন্নাইয়ের পিচ ছিল লাল মাটির। কানপুরের পিচ সেরকম হবে না বলেই খবর। সেখানে কালো মাটির পিচেই দেখা যেতে পারে রোহিতদের সঙ্গে শান্তদের লড়াই। তবে তাতে বাউন্সও পাওয়া যাবে। সেখানে কি তিন স্পিনারে নামবে ভারত? তাহলে কি বিশ্রামে পাঠানো হবে বুমরাহকে? সেই জল্পনা রেখেই নায়ারের উত্তর, "প্রথম একাদশ এখনই বলা যাবে না। প্রত্যেকেই তৈরি। যদিও আমরা জানি না কোন পিচে খেলব। পরিবেশ ও পরিস্থিতি টিম কম্বিনেশন তৈরির ক্ষেত্রে বড় ভূমিকা নেবে। এখানকার পরিস্থিতি অনেক আলাদা। তবে আশা করছি শুক্রবার এখানে রোদ ঝলমলে দিন দেখা যাবে।"
ভারতের সাদা বলের ক্রিকেটে সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন শুভমান গিল। জিম্বাবোয়ের বিরুদ্ধে নেতৃত্বও দিয়েছিলেন। অথচ টেস্টে কোনও সহ-অধিনায়ক নেই। তাহলে কি ভবিষ্যতের নেতা বাছতে অন্য পথে হাঁটছে টিম ইন্ডিয়া। সেই নিয়ে ভারতের সহকারী কোচ বলছেন, "আমাদের দলে শুভমান গিল, ঋষভ পন্থ, যশস্বীর মতো প্লেয়ার আছে। যারা আইপিএলের বিভিন্ন দলকে নেতৃত্ব দেয়। আমাদের দলে আইপিএলের অনেক নেতা রয়েছে।"
সেটাই কি কারণ সহ-অধিনায়ক না থাকার? নায়ার বলছেন, "এখন আর ওদের নতুন প্রতিভা বলে মনে হয় না। হ্যাঁ, বয়সের দিক থেকে তারা তরুণ। ক্রিকেটও তুলনায় কম খেলেছে। কিন্তু সব দিক দিয়ে দেখলে, মানসিকভাবে ওরা অনেক এগিয়ে। নেতা হওয়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন, সেটা ওদের আছে। আমাদের আর আলাদা করে সহ-অধিনায়কের দরকার পড়ে না। রোহিত-বিরাটের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নিলে শেখাটা অনেক তাড়াতাড়ি হয়। আমার মনে হয়, আমাদের ভবিষ্যৎ তরুণ তুর্কিদের হাতে সুরক্ষিত।"