shono
Advertisement

কীভাবে ঘুরে গিয়েছিল ম্যাচ? অকপটে জানালেন ধ্রুব-কুলদীপ, দেখুন ভাইরাল ভিডিও

ভারতকে সিরিজে এগিয়ে দেওয়ার দুই অন্যতম নায়ক।
Posted: 02:24 PM Feb 26, 2024Updated: 02:26 PM Feb 26, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অষ্ঠম উইকেটে কুলদীপ যাদবকে (Kuldeep Yadav) সঙ্গে নিয়ে ৭৬ রানের মূল্যবান পার্টনারশিপ। ধ্রুব জুরেল (Dhruv Jurel) নিজেও করলেন লড়াকু ৯০ রান। এই জুটির জন্যই টিম ইন্ডিয়ার (Team India) দিকে রাঁচি টেস্ট ঝুঁকে গিয়েছিল। ১৩১ বলে ২৮ রান করার পর বল হাতেও ম্যাজিক দেখান কুলদীপ। ইংল্যান্ডের (England) ব্যাটারদের চাপে রেখে নিয়েছিলেন ২২ রানে ৪ উইকেট। এর পরেই বিসিসিআই.টিভি-কে (BCCI) সাক্ষাৎকার দিলেন ভারতের দুই ক্রিকেটার। সেই ভিডিও ইতিমধ্যেই সোশাল মিডিয়াতে ভাইরাল।

Advertisement

দুজনেই একসঙ্গে উত্তর প্রদেশের (Uttar Pradesh) হয়ে রনজি ট্রফি (Ranji Trophy 2023-24) খেলেন। তবে বয়স ও অভিজ্ঞতার বিচারে কুলদীপ সিনিয়র। জুনিয়র ধ্রুবের সঙ্গে ব্যাট করার অভিজ্ঞতা কেমন ছিল? কুলদীপ বলেন, “ওর বাবা ভারতীয় সেনাবাহিনীতে ছিলেন। সেইজন্য হাফসেঞ্চুরি করে ধ্রুব ওর বাবাকে উৎসর্গ করেছিল। ওর সঙ্গে ব্যাট করার সবচেয়ে মজার ব্যাপার হল যতই চাপ আসুক, ও খুব ঠাণ্ডা মাথায় থাকে।” এখানেই থেমে না থেকে কুলদীপ ফের বলেন, “উত্তর প্রদেশের হয়ে দুজন খেলার অনেক আগেই ধ্রুবের বিষয়ে অনেক কথা শুনেছিলাম। জানতাম রাঁচির কঠিন পিচেও ধ্রুব দারুণ ব্যাট করবে। আর সেটাই হল। তবে সেঞ্চুরি করতে পারলে আমি খুশি হতাম। তবে যাই হোক আশাকরি ধ্রুব খুব দ্রুত প্রথম টেস্ট সেঞ্চুরি করতে পারবে।”

[আরও পড়ুন: ধাক্কা সামলে শুভমান-ধ্রুবের লড়াকু ইনিংসে জয়, ইংল্যান্ডকে নতজানু করে সিরিজ জিতল টিম ইন্ডিয়া]

 

শুধু ব্যাটিং নয়, বল হাতেও ম্যাজিক দেখান কুলদীপ। নিজের বোলিং সম্পর্কে কুলদীপের প্রতিক্রিয়া, “অবশ্যই ভালো লাগছে। চার উইকেট নেওয়ার পর পাঁচ উইকেট কীভাবে তুলতে পারব সেটা নিয়েই ভাবছিলাম। তবে সেটা হল না। যদিও ক্ষতি নেই। ভবিষ্যতে পারফর্ম করতে পারলে পাঁচ উইকেট নিতে পারব।”

ধ্রুবের লড়াকু ইনিংসের জন্যই স্বস্তি ফিরে আসে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে। টেস্ট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি মাত্র ১০ রানের জন্য মাঠে ফেলে এসেছিলেন। তবে তাই বলে ১৪৯ বলে ৯০ রানের ইনিংস কিছু কম নয়। কেরিয়ারের প্রথম হাফসেঞ্চুরির পর বিশেষ সেলিব্রেশন করেন ধ্রুব। স্যালুট জানান তাঁর বাবার উদ্দেশে।

এহেন ধ্রুব বলছিলেন, “একই রাজ্য দলের হয়ে খেলার সুবাদে কুলদীপ ভাইকে অনেক বছর ধরে চিনি। তাই ওর সঙ্গে ব্যাট করতে অসুবিধা হয়নি। আমি শুধু বল দেখে খেলছিলাম। সেটা করতে পেরেছি বলেই সাফল্য পেলাম।”

[আরও পড়ুন: তৃণমূলের ব্রিগেডের দিনেই আইএসএল ডার্বি, কলকাতা থেকে সরছে ইস্ট-মোহন ম্যাচ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement