shono
Advertisement

স্টোকসের ‘বাজবল’ নীতিকে উড়িয়ে রুটের সেঞ্চুরি, আকাশের দাপট সামলে স্বস্তিতে ইংল্যান্ড

বাইশ গজে জো রুটের শাসন।
Posted: 04:30 PM Feb 23, 2024Updated: 06:56 PM Feb 23, 2024

ইংল্যান্ড, প্রথম ইনিংস: ৩০২/৭ (জো রুট ১০৬*, বেন ফোকস ৪৭, রবিনসন ৩১*, আকাশ দীপ ৩/৭০, সিরাজ ২/৬০, জাদেজা ১/৫৫, অশ্বিন ১/৮৩)

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেন স্টোকসের (Ben Stokes) ‘বাজবল’ নীতিকে উড়িয়ে জো রুটের (Joe Root) সেঞ্চুরি। ফলে আকাশদীপ (Akash Deep) আগুনে পেসে সকালের দিকে টিম ইন্ডিয়া (Team India) দাপট দেখালেও, রাঁচি টেস্টের (IND vs ENG) প্রথম দিন স্বস্তিতে ইংল্যান্ড (England)। টেস্টে ৩১টি সেঞ্চুরি করার পাশাপাশি ভারতের বিরুদ্ধে সর্বাধিক ১০টি সেঞ্চুরিও সেরে ফেললেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক। ২২৬ বলে ১০৬ রানে অপরাজিত রইলেন রুট। তাঁর এই ইনিংস মাত্র ৯টি চার দিয়ে সাজানো ছিল। স্ট্রাইক রেট ছিল ৪৬.৯। তাঁর সঙ্গে ৩১ রানে ক্রিজে রয়েছেন অলি রবিনসন (Ollie Robinson)। ফলে প্রথম দিনেই ৭ উইকেটে ৩০২ রান তুলে দিল ইংল্যান্ড।  

তবে দিনের শুরুটা কিন্তু ভারতের নামেই লেখা ছিল। সৌজন্যে অভিষেক ঘটানো বাংলার আকাশদীপ। বাঁ হাতি বেন ডাকেটের বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন উঠেছিল। যদিও আম্পায়ার্স কলে রক্ষা পান তিনি। রবীন্দ্র জাদেজা সহ দলের সকলেই হতাশ হন। সেই হতাশা মিটে যায় পরের ওভারে। রাউন্ড দ্য উইকেট বোলিং করছিলেন আকাশ। বাঁ হাতি ব্যাটার বেন ডাকেটের ব্যাট ছুঁয়ে কিপার ধ্রুব জুরেলের হাতে। বেন ডাকেটকে ফিরিয়েই থামলেন না। ক্রিজে প্রবেশ ওলি পোপের। তাঁকেও দ্বিতীয় বলেই লেগ বিফোর করেন সেই আকাশ। অন ফিল্ড আম্পায়ার আউট না দেওয়ায় রিভিউ নেন রোহিত শর্মা (Rohit Sharma)। সাফল্য আসে। তাঁর তৃতীয় শিকার জ্যাক ক্রলি। যে ভাবে প্রথমে নো বলে বোল্ড হয়েছিলেন, সেই ভাবেই আউট হলেন তিনি। তবে এবার আর নো বল করেননি। ফলে মাত্র ৫৭ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ইংল্যান্ড। 

[আরও পড়ুন: ধোনির রাঁচির বাইশ গজে উজ্জ্বল বাংলার দীপ, কী বলছেন নেপথ্য নায়করা?]

অভিষেকেই তিন উইকেট। বুক ঠুকে সেলিব্রেশন করছেন আকাশ। ছবি: X হ্যান্ডেল

এর পর জনি বেয়ারস্টোকে নিয়ে পালটা লড়াই শুরু করেন রুট। চলতি সিরিজের গত তিন টেস্টের মোট ছয় ইনিংসে রুটের ব্যাট থেকে এসেছিল মাত্র (২৯, ২, ৫, ১৬, ১৮, ৭) ৭৭ রান। কিন্তু ‘বাজবল’ নীতিকে বর্জন করতেই পুরনো মেজাজের রুটকে দেখা গেল। প্রবল চাপের মুখে এবং কঠিন পিচে দাপটের সঙ্গে ব্যাট করলেন তিনি। আর তাই রবিচন্দ্রন অশ্বিনের বলে বেয়ারস্টো ব্যক্তিগত ৩৮ রানে ফিরলেও, রুটকে আটকে রাখা যায়নি। এমনকি স্টোকসকেও আউট করেন জাড্ডু। আর তাই মাত্র ১১২ রানে ৫ উইকেট হারায় ইংল্যান্ড। 

তবে হাল ছাড়েননি রুট। তাঁকে সঙ্গ দিলেন উইকেটকিপার-ব্যাটার বেন ফোকস। তাঁর ব্যাট থেকে এল ৪৭ রানের ইনিংস। ফলে ষষ্ঠ উইকেটে এল ১১৩ রান। তবে ভরসা দিতে পারলেন না টম হার্টলি। তিনি সিরাজের বলে আউট হওয়ার সময় ইংল্যান্ড ৭ উইকেটে ২৪৫ রান তুলতে পেরেছিল। যদিও এর পর আর কোনও উইকেট পড়েনি। দিনের শেষ পর্যন্ত রুটের সঙ্গে অষ্ঠম উইকেটে মূল্যবান ৫৭ রান যোগ করেন রবিনসন। ফলে ৭ উইকেটে ৩০২ রান তুলে স্বস্তিতে সাহেবরা। 

টেস্ট অভিষেকেই নিজেকে প্রমাণ করলেন আকাশ। তবে তাঁকে যোগ্য সঙ্গত দিতে পারলেন না বাকি বোলাররা। মহম্মদ সিরাজ ৬০ রানে ২ উইকেট নিলেও, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট পান। এদিকে উইকেট পেলেন না কুলদীপ যাদব। ফলে ভারতের চাপ বাড়ল। এমন প্রেক্ষাপটে রাঁচির লো অ্যান্ড স্লো পিচে দ্বিতীয় দিনের প্রথম সেশনে বিপক্ষকে অলআউট করতে না পারলে, রোহিতের দল আরও ব্যাকফুটে চলে যাবে।

[আরও পড়ুন: বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন দেশের দুই তারকা ক্রিকেটার, কিন্তু কেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement