সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমিত ওভারের ক্রিকেটে ফর্মের তুঙ্গে থাকলেও, টেস্টে পারফর্ম করতে ব্যর্থ শুভমান গিল (Shubman Gill)। গত ১১টি ইনিংসে কোনও অর্ধ শতরান নেই। শেষ শতরান এসেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আহমেদাবাদ টেস্টে। সেই ম্যাচে টিম ইন্ডিয়ার (Team India) তরুণ ওপেনার ১২৮ রান করেছিলেন। এর পর থেকে লাল বলের ক্রিকেটে রানের খরা। ইংল্যান্ডের (England) বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৩ রান করার পর, দ্বিতীয় ইনিংসে খাতা খুলতে পারেননি। ছুঁড়ে এসেছিলেন নিজের উইকেট। আর তাই একাধিক প্রাক্তন মনে করেন, শুভমান যতই প্রতিভাবান হোন বিরাট কোহলি (Virat Kohli) তৃতীয় টেস্টের দলে ফিরলেই সবার আগে শুভমানের ঘাড়েই কোপ পড়বে।
সুনীল গাভাসকর বলছেন, “শুভমান ও তরুণ প্রজন্মের বাকি ব্যাটারদের ডিফেন্স ঠিক করতে হবে। সবসময় মারকুটে মেজাজে থাকলেই চলবে না। ওডিআই, টি-২০ এবং টেস্ট কিন্তু এক ফরম্যাট নয়। ভারতীয় দলের একাধিক ব্যাটারকে সেটা সবার আগে বুঝতে হবে।”
[আরও পড়ুন: আরও চাপে রোহিতের টিম ইন্ডিয়া! চোটের জন্য দ্বিতীয় টেস্টে অনিশ্চিত তারকা ক্রিকেটার]
হায়দরাবাদের ঘূর্ণি পিচে প্রথম ইনিংসে ব্যর্থ হয়েছিলেন অলি পোপ (Ollie Pope)। সেবার মাত্র ১ রানে ফিরলেও, দ্বিতীয় ইনিংসে পালটা মার দিয়ে ১৯৬ রান করেন ইংল্যান্ডের তরুণ ব্যাটার। ক্রিকেটের ব্যাকরণ মেনে শট মারার পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)-রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) বিরুদ্ধে একাধিক সুইপ মেরেছিলেন তিনি। কিন্তু শুভমান আসল সময় জ্বলে উঠতে ব্যর্থ হলেন।
দুই ইনিংসে তাঁর আউট হওয়ার ধরন দেখে সঞ্জয় মঞ্জরেকর বলেন, “এমন কঠিন পিচে কীভাবে ব্যাট করতে হয় সেটা অলি পোপকে দেখে শেখা উচিত। ওর ইনিংস ম্যাচে তফাৎ গড়ে দিল। অলি পোপ কিন্তু অশ্বিন-জাদেজার মতো অভিজ্ঞ স্পিনারের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসেও বুক চিতিয়ে ব্যাট করে গেল। সেখানে ইংল্যান্ডের অনভিজ্ঞ স্পিনারদের কাছে তাসের ঘরের মতো ভেঙে পড়ল ভারতের ব্যাটিং। শুভমানকে তো আরও দায়িত্ব নেওয়া উচিত। শুধু প্রতিভা থাকলেই চলবে না। সেটা ওকে বুঝতে হবে। এমনটা চলতে থাকলে কিন্তু দল থেকে ছাঁটাই হয়ে যাওয়া সময়ের অপেক্ষা।”
সাদা বলের ক্রিকেটে দারুণ সফল শুভমানের টেস্ট রেকর্ড কিন্তু একেবারেই আহামরি নয়। ২১টি টেস্টের ৩৯টি ইনিংসে তাঁর রান ১০৬৩। গড় ২৯.৫২। সর্বোচ্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১২৮। সঙ্গে রয়েছে ২টি শতরান ও ৪টি অর্ধ শতরান। হাতে আর মাত্র চারদিন। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। শুভমান কি বাইশ গজের যুদ্ধে ঘুরে দাঁড়াতে পারবেন? অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।