shono
Advertisement
Virat Kohli

রান আউট করাবেন কোহলি! এক ঘণ্টা আগেই 'ভবিষ্যদ্বাণী' ক্রিকেটভক্তের, পোস্ট ভাইরাল

কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে আউট হন যশস্বী জয়সওয়াল।
Published By: Arpan DasPosted: 04:51 PM Dec 27, 2024Updated: 04:51 PM Dec 27, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রান আউট করাবেন বিরাট কোহলি! আগেই আন্দাজ করতে পেরেছিলেন এক ক্রিকেটভক্ত। শুধু অনুমান নয়, সেই 'ভবিষ্যদ্বাণী' সোশাল মিডিয়াতে ঘোষণাও করে দিয়েছিলেন। আর তার ঠিক এক ঘণ্টা পরেই কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে আউট হন যশস্বী জয়সওয়াল।

Advertisement

এই ভক্তের নাম মান্যা পিলানি। ক্রিকেট বিষয়ক লেখালেখি করেন এবং ডাটা সায়েন্টিস্ট। ভারতীয় সময় দুপুর ১১টা ৪ মিনিটে তিনি লেখেন, 'কোহলি সাহেব আজ একেবারে চেনা ছন্দে আছেন। তার মানে আজকের দিন শেষ হওয়ার আগে একটা রান আউট হবেই। অতীতের ঘটনা আমাকে আরও ভয় পাইয়ে দিচ্ছে।' ঠিক ১২টা ৪ মিনিটে মিলে গেল মান্যার ভবিষ্যদ্বাণী।

ভারতের ইনিংসের তখন ৪১তম ওভার চলছে। ব্যাট করছিলেন যশস্বী জয়সওয়াল। বোলান্ডের বল মিড অনে ঠেলে দিয়ে রানের জন্য দৌড় দেন তিনি। কোহলিও কয়েক পা এগিয়ে যান। কিন্তু একটু পরেই কোহলি বুঝতে পারেন বল প্যাট কামিন্সের হাতে। তিনি নিজের জায়গায় ফিরে আসেন। যদিও জয়সওয়াল থামেননি। তিনিও চলে আসেন কোহলির দিকে। কামিন্সের ছোঁড়া বল ধরে উইকেট ভেঙে দেন উইকেটকিপার অ্যালেক্স ক্যারি। ব্যক্তিগত ৮২ রানে প্যাভিলিয়নে ফিরে যান যশস্বী।

আর তিনি আউট হতেই ভাইরাল হয়ে যায় মান্যার পোস্ট। কিছুক্ষণ পর মজার ছলেই তিনি ফের পোস্ট করেন 'এটা তো হওয়ারই ছিল'। তারপর অফ স্ট্যাম্পের বলে খোঁচা দিয়ে ফিরে যান কোহলিও। পর পর দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারতের ব্যাটিং। দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ভারতের রান ১৬৪। এখনও পিছিয়ে আছে ৩১০ রানে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রান আউট করাবেন বিরাট কোহলি! আগেই আন্দাজ করতে পেরেছিলেন এক ক্রিকেটভক্ত।
  • শুধু অনুমান নয়, সেই 'ভবিষ্যদ্বাণী' সোশাল মিডিয়াতে ঘোষণাও করে দিয়েছিলেন।
  • আর তার ঠিক এক ঘণ্টা পরেই কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝিতে আউট হন যশস্বী জয়সওয়াল।
Advertisement