সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) থেকে বিরাট কোহলি (Virat Kohli)। আর এখন রোহিত শর্মা (Rohit Sharma)। ঘরের মাঠে টেস্ট সিরিজে ভারতের সব অধিনায়কের প্রধান অস্ত্র রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। বিদেশি দল ভারত সফরে এলেই, অশ্বিনের স্পিনের ছোবলে ঘায়েল হয়ে যায়। এটাই গত কয়েক বছর দেখা গিয়েছে। তবে এবার ইংল্যান্ডের (England) বিরুদ্ধে গত দুই ম্যাচে টিম ইন্ডিয়ার (Team India) তারকা অফ স্পিনারকে তাঁর চেনা ছন্দে দেখা যাচ্ছে না। ফলে রোহিতের উপর চাপ বাড়ছে। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের প্রাক্তন ওপেনার আকাশ চোপড়া (Aakash Chopra)।
প্রখ্যাত ধারাভাষ্যকার আকাশ নিজের ইউ টিউব চ্যানেলে বলেছেন, “হায়দরাবাদ টেস্টে অশ্বিনের বোলিং দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। ঘরের মাঠে উইকেট না পেলে অতীতে আমরা অশ্বিনকে আরও আগ্রাসী মেজাজে দেখে এসেছি। তবে এবার কিন্তু পুরনো অশ্বিনকে দেখতে পেলাম না। অলি পোপ প্রথম টেস্টে ওর বিরুদ্ধে লাগাতার সুইপ এবং রিভার্স সুইপ করলেও অশ্বিন বোলিং অ্যাঙ্গেল বদল করেনি। সেটা দেখে অবাক হয়েছিলাম।”
[আরও পড়ুন: দেশের আগে পরিবার! ইংল্যান্ড সিরিজ থেকে সরে গিয়ে রোহিত ব্রিগেডের উপরে চাপ বাড়ালেন বিরাট]
এখানেই থেমে না থেকে আকাশ আরও যোগ করেছেন, “এই একই জিনিস আমরা দ্বিতীয় টেস্টেও দেখেছি। অলি পোপ এবং ইংল্যান্ডের বাকি ব্যাটাররা ওকে অ্যাটাক করলেও অশ্বিনের তরফ থেকে কোনও বিকল্প পরিকল্পনা দেখা যায়নি। সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৭২ রানে ৩ উইকেট নিলেও, অশ্বিনের দাপট কিন্তু চোখে পড়ল না। বরং অনেক দুর্বল মনে হয়েছে!”
বেন স্টোকসদের বিরুদ্ধে হায়দরাবাদ টেস্টের প্রথম ইনিংসে ৬৮ রানে ৩ উইকেট নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসে নিয়েছেন ১২৬ রানে ৩ উইকেট। এর পর বিশাখাপত্তনম টেস্টের প্রথম ইনিংসে ৬১ রান দিলেও কোনও উইকেট পাননি। তবে দ্বিতীয় ইনিংসে তাঁর ঝুলিতে এসেছিল ৭২ রানে ৩ উইকেট।
এই মুহূর্তে ৯৭টি টেস্টে ৪৯৯টি উইকেট পেয়েছেন অশ্বিন। আর মাত্র একটি উইকেট নিলেই বিশ্বের নবম ও ভারতের দ্বিতীয় বোলার হিসেবে ৫০০টি উইকেট নেওয়ার নজির গড়বেন তিনি। ১৩৩টি টেস্টে ৮০০টি উইকেট নিয়ে বিশ্ব ক্রিকেটের শীর্ষে রয়েছেন মুথাইয়া মুরলীধরন। অন্যদিকে ভারতীয় বোলারদের বিরুদ্ধে টেস্টে সবথেকে বেশি উইকেট নিয়েছেন অনিল কুম্বলে। ১৩২টি টেস্টে তাঁর উইকেট সংখ্যা ৬১৯।