shono
Advertisement
IND vs ENG

ওয়ানডে অভিষেক বরুণের, ফিরলেন বিরাট, বাদ পড়লেন কারা?

টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। 
Published By: Arpan DasPosted: 01:08 PM Feb 09, 2025Updated: 01:29 PM Feb 09, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কটকের বরাবাটি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে দলে ফিরলেন বিরাট কোহলি। সেই সঙ্গে ওয়ানডে অভিষেক হচ্ছে বরুণ চক্রবর্তীর। বিশ্রাম দেওয়া হল কুলদীপ যাদব ও যশস্বী জয়সওয়ালকে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। 

Advertisement

হাঁটুর চোটের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে খেলেননি বিরাট কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফির সপ্তাহ তিনেক আগে আচমকা বিরাটের চোটের খবরে চিন্তার ভাঁজ পড়েছিল ভারতীয় ক্রিকেট মহলে। তবে শুভমান গিল ও ব্যাটিং কোচ সীতাংশু কোটাক দুজনেই আশ্বস্ত করেছিলেন যে, কোহলির চোট গুরুতর নয়। ফলে দ্বিতীয় ওয়ানডেতে ফিরলেন তিনি। বাদ পড়লেন আগের ম্যাচেই ওয়ানডে অভিষেক হওয়া যশস্বী জয়সওয়াল। নাগপুরে তিনি মাত্র ১৫ রান করেছিলেন। সেক্ষেত্রে শুভমান ফের ওপেন করতে পারেন। কোহলি নামবেন তিন নম্বরে। এবার দেখার সাম্প্রতিক সময়ে টেস্টে বা ঘরোয়া ক্রিকেটের দুরবস্থা কাটিয়ে তিনি রানে ফেরেন কিনা।

অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে রীতিমতো ম্যাজিক দেখিয়েছেন বরুণ। পাঁচ ম্যাচে ১৪ উইকেট নিয়ে সিরিজের সেরাও হয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শুরুর আগে তাঁকে অনুশীলনে ডেকেছিল ম্যানেজমেন্ট। পরে বরুণকে দলে অন্তর্ভুক্ত করা হয়। এবার অভিষেকও হতে চলেছে তাঁর। প্রথম ওয়ানডেতে কুলদীপ যাদব প্রায় ১০ ওভার বল করে একটি মাত্র উইকেট তুলেছিলেন। তাঁকে 'বিশ্রাম' দিয়ে সুযোগ পেলেন বরুণ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে স্পিন শক্তি ঝালিয়ে নিতে চাইবে ভারত। বরুণ যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির দলে নেই। তবে কে বলতে পারে, এই সিরিজে পারফরম্যান্সের জেরে ভাগ্য ফিরে যায় কিনা? 

তিন ম্যাচের সিরিজে ইতিমধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে আছে টিম ইন্ডিয়া। কটকে জিতলেই সিরিজ জিতে নেবে ভারত। 

ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কটকের বরাবাটি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডেতে দলে ফিরলেন বিরাট কোহলি।
  • সেই সঙ্গে ওয়ানডে অভিষেক হচ্ছে বরুণ চক্রবর্তীর।
  • বিশ্রাম দেওয়া হল কুলদীপ যাদব ও যশস্বী জয়সওয়ালকে। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। 
Advertisement