shono
Advertisement

জাদেজা-অশ্বিনের স্পিনের দাপটে ধরাশায়ী কিউয়িরা

ম্যাচে ফেরার জন্য শনিবার সকালে দ্রুত ব্রেক থ্রুর দরকার ছিল৷ সেটাই করলেন অশ্বিন-জাদেজা৷ The post জাদেজা-অশ্বিনের স্পিনের দাপটে ধরাশায়ী কিউয়িরা appeared first on Sangbad Pratidin.
Posted: 01:09 AM Sep 25, 2016Updated: 07:40 PM Sep 24, 2016

ভারত – ৩১৮ ও ১৫৯/১

Advertisement

নিউজিল্যান্ড- ২৬২

তৃতীয় দিনের খেলা শেষ

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫০০তম টেস্টের প্রথম দু’টো দিন খুব একটা ভাল যায়নি৷ প্রথম দিনই ৯টি উইকেট খুইয়েছিল টিম ইন্ডিয়া৷ আর শুক্রবার তো সারা দিন বল করেও প্যাভিলিয়নে ফেরানো গিয়েছিল মাত্র একজন কিউয়ি ব্যাটসম্যানকে৷ তার উপর বৃষ্টিতে খেলার শেষ একটা ঘণ্টা গঙ্গাবক্ষে বিসর্জন দিতে হয়েছিল৷ কিন্তু এই দু’দিনের সব ক্ষতিপূরণ তৃতীয় দিন করে দিলেন দুই ভারতীয় স্পিনার৷ রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন৷ তাঁদের স্পিনের ঝটকায় কানপুরের মাটিতে সর্বশান্ত হয়ে গেল নিউজিল্যান্ড৷

ম্যাচে ফেরার জন্য শনিবার সকালে দ্রুত ব্রেক থ্রুর দরকার ছিল৷ সেটাই করলেন অশ্বিন-জাদেজা৷ আর দিনের শেষে ক্যাপ্টেন বিরাটের মুখে হাসি ফোটালেন চেতেশ্বর পূজারা ও মুরলী বিজয়৷

এদিন শুরুতেই ল্যাথামকে ফেরান অশ্বিন৷ তারপর ড্রেসিংরুমের পথে টেলর, উইলিয়ামসনরা৷ নিউজিল্যান্ড ১৫৪/১ থেকে হঠাৎই ১৭০/৪৷ ঠিক যেন ভারতীয় ইনিংসের অ্যাকশন রিপ্লে! তবে সেখান থেকে আবার খেলাটা খানিকটা ধরলেন রঞ্চি (৩৮) আর স্যান্টনার (৩২)৷ পঞ্চাশের কাছাকাছি পার্টনারশিপও করে ফেলেন তাঁরা৷ তবে কি ফের ঘুরে দাঁড়াতে সফল হবেন কিউয়িরা? এমন প্রশ্ন উঠতেই তাতে জল ঢেলে দিলেন জাদেজা৷ ফেরালেন রঞ্চিকে৷ স্যান্টনারকে অশ্বিন আউট করার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ল নিউজিল্যান্ডের ইনিংস৷ জাদেজার ঝুলিতে পাঁচ ও অশ্বিন চারটি উইকেট তুলে নেন৷

৫৬ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করলেন রাহুলরা৷ ৩৮ রানে ফিরলেন ওপেনার রাহুল৷ তবে পূজারা (৬৪*) ও বিজয়ের (৫০*) অপরাজিত অর্ধ শতরানের দৌলতে দিনের শেষে অনেকটাই স্বস্তিতে ভারতীয় শিবির৷ সবমিলিয়ে এখন থেকেই পাঁচশোতম টেস্ট জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা৷

The post জাদেজা-অশ্বিনের স্পিনের দাপটে ধরাশায়ী কিউয়িরা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement