shono
Advertisement
IND vs NZ

বেঙ্গালুরু টেস্ট হারতেই ভারতীয় দলে প্রবেশ তারকা অলরাউন্ডারের, নজরে কি অস্ট্রেলিয়া সফরও?

বহুদিন পর টেস্ট দলে ফিরলেন এই অলরাউন্ডার।
Published By: Arpan DasPosted: 06:53 PM Oct 20, 2024Updated: 06:53 PM Oct 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গালুরু টেস্টে হারের পর রোহিত শর্মাদের পরের পরীক্ষা পুণেতে। সেখানে কিউয়িদের হারিয়ে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য থাকবে ভারতের। তার আগেই দলে প্রবেশ করলেন ওয়াশিংটন সুন্দর। বিসিসিআই যে বাকি দুটি টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে, সেখানে সুযোগ পেয়েছেন তারকা অলরাউন্ডার। ফলে একদিকে যেমন ব্যাটারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তেমনই অশ্বিন-জাদেজাদের সঙ্গে একজন স্পিনারও বাড়ছে। বাকি স্কোয়াড অপরিবর্তিত। 

Advertisement

বেঙ্গালুরুতে ভারতের প্রথম ইনিংস থেমে যায় মাত্র ৪৬ রানে। যা দেশের মাটিতে ভারতের সর্বনিম্ন স্কোর। দ্বিতীয় ইনিংসে পালটা আঘাত করলেও তাতে খুব একটা কাজ হয়নি। শেষ পর্যন্ত ৮ উইকেটে হারেন রোহিত শর্মারা। ৩৬ বছর পর দেশের মাটিতে নিউজিল্যান্ডের কাছে হারল ভারত। ম্যাচের পর অবশ্য হার নিয়ে খুব একটা মাথা ঘামাতে রাজি নন রোহিত। বরং তাঁর মুখে এখন কামব্যাকের কথা। সেই লক্ষ্যে যোগ দেবেন ওয়াশিংটন সুন্দরও।

বহুদিন পর টেস্ট দলে ফিরলেন তামিলনাড়ুর এই অলরাউন্ডার। এমনিতে এই স্কোয়াডে জাদেজা ছাড়াও অলরাউন্ডার হিসেবে আছেন অক্ষর প্যাটেল। তবে সময় কাটাতে হয়েছে রিজার্ভ বেঞ্চেই। ওয়াশিংটন কি সুযোগ পাবেন? পুণের পিচ কীরকম হবে সেটা সময়ই বলবে। কিন্তু ক্রিকেটমহলের একাংশের ধারণা আসন্ন বর্ডার গাভাসকর ট্রফির কথা মাথায় রেখেই দলে অন্তর্ভুক্ত করা হল ওয়াশিংটন সুন্দরকে। কারণ গতবার অস্ট্রেলিয়া সফরে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তিনি। এখন ওয়াশিংটন সামনের দুটি টেস্টে দলে জায়গা পান কিনা, সেটাই দেখার। আর পেলেও সেটা কার জায়গায়, সেদিকেও চোখ থাকবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেঙ্গালুরু টেস্টে হারের পর রোহিত শর্মাদের পরের পরীক্ষা পুণেতে।
  • সেখানে কিউয়িদের হারিয়ে সিরিজে সমতা ফেরানোর লক্ষ্য থাকবে ভারতের।
  • তার আগেই দলে প্রবেশ করলেন ওয়াশিংটন সুন্দর।
Advertisement