সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ ইয়র্কে মিলনান্তক দৃশ্য রোহিত শর্মা (Rohit Sharma) ও হার্দিক পাণ্ডিয়ার (Hardik Pandya)। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দুই তারকার ব্যক্তিত্বের লড়াই নিয়ে কালি খরচ হয়েছিল সংবাদপত্রে। দেশের জার্সিতে খেলতে নেমে সেই অহং, সংঘাত উধাও।
পাকিস্তানের ব্যাটার শাদাব খানকে ফেরানোর পরেই ভারত অধিনায়ক রোহিত শর্মা জড়িয়ে ধরেন হার্দিক পাণ্ডিয়াকে।
ম্যাচের খুব গুরুত্বপূর্ণ সময়ে শাদাব খানকে আউট করেন হার্দিক। পাকিস্তানের তারকা শাদাব খান ভারতের অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার হঠাৎই উঠে আসা বল মারতে গিয়ে পন্থের হাতে ধরা পড়েন। ম্যাচের ওই সময়ে পাকিস্তানের উইকেট তোলা খুব জরুরি ছিল। হার্দিক সেই দরকারি উইকেটটা তুলে নেন।
[আরও পড়ুন: নিউ ইয়র্কে রোহিতদের জয়ের পর ফের ভারত-পাক ম্যাচ, কোথায় হবে?]
আইপিএলে হার্দিকের পারফরম্যান্স আশাব্যঞ্জক ছিল না। তার উপরে আইপিএলের প্রথম দিন থেকেই বিতর্কে জড়িয়েছিলেন তিনি। রোহিত শর্মাকে সরিয়ে এবার ক্যাপ্টেন করা হয় হার্দিক পাণ্ডিয়াকে। গুজরাট টাইটান্স ছেড়ে হার্দিক চলে এসেছিলেন মুম্বইয়ে। ক্যাপ্টেন্সি হার্দিকের হাতে চলে আসায় ভালোভাবে নেননি রোহিত-ভক্তরা। তার উপরে রোহিত শর্মাকে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে পাঠিয়ে প্রবল সমালোচিত হয়েছিলেন হার্দিক। তিনি যেভাবে রোহিতকে নির্দেশ দিয়েছিলেন, সেটা পছন্দ হয়নি ভক্ত-অনুরাগীদের। নেতৃত্ব নিয়েও সমালোচিত হন হার্দিক। আইপিএলে ভালো পারফরম্যান্সও করতে পারেননি তিনি। অথচ বিশ্বকাপের দলে সুযোগ পেয়ে যান। যার পরে অনেকেই বিস্মিত হয়ে গিয়েছিলেন।
বিশ্বকাপে দেশের জার্সিতে অবশ্য সব বদলে গিয়েছে। ফ্র্যাঞ্জাইজি ক্রিকেটে দুই তারকার মধ্যে ব্যক্তিত্বের সংঘাত আর নেই। আয়ারল্যান্ডকে প্রথম ম্যাচে একপ্রকার দাঁড়াতেই দেয়নি ভারতীয় দল। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ১১৯ রানের পুঁজি নিয়েও টিম ইন্ডিয়া দুরন্ত জয় ছিনিয়ে নেয়। শাদাব খানকে ফেরানোর পরে রোহিত শর্মা এসে জড়িয়ে ধরেন পাণ্ডিয়াকে। নেটদুনিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়ে নিমেষেই। ভক্তরা বলেছেন, রোহিত ও হার্দিককে এভাবে দেখে খুব ভালো লাগছে।