সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ থেকে আগেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। সেটাই যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট হারের অন্যতম কারণ হয়ে দাঁড়াবে কে জানত! জশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) ছাড়া আর কোনও বোলার বক্সিং ডে টেস্টে প্রভাব ফেলতে পারেননি। আর তাই শামিকে ছাড়া ভারতের এই বোলিং লাইনআপকে একেবারে ভোঁতা বলে বিস্ফোরণ ঘটালেন ইরফান পাঠান (Irfan Pathan)।
ইরফান বলেন, “ভারতের বোলিংয়ে আগ্রাসী মেজাজটাই দেখা গেল না! লাইন-লেন্থ একেবারে ভুলেভরা। বিপক্ষের ব্যাটারদের আউট করার পরিকল্পনার মধ্যেও অভাব ছিল। কোন ব্যাটারকে কীভাবে অ্যাটাক করা হবে, এগুলোর দিকে একেবারেই নজর দেওয়া হয়নি। এর ফল হাতেনাতে পাওয়া গিয়েছে। দ্বিতীয় টেস্টেও এমন ভোঁতা বোলিং করলে সমতা ফেরানোর কোনও সম্ভাবনা দেখছি না।”
[আরও পড়ুন: পাকিস্তানের বিরুদ্ধে বিদায়ী টেস্টের আগে ৫০ ওভারের ক্রিকেট থেকে অবসর ওয়ার্নারের]
সেঞ্চুরিয়ন টেস্টে ডিন এলগারের ১৮৫ ও মার্কো জ্যানসেনের ৮৪ রানের উপর ভর করে প্রথম ইনিংসে ৪০৮ রান তুলে দেয় দক্ষিণ আফ্রিকা। এমন পেস ও বাউন্সে ভরা পিচে কীভাবে প্রোটিয়া দল এত রান তুলতে পারে? কেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj), শার্দূল ঠাকুর (Shardul Thakur), প্রসিদ্ধ কৃষ্ণা (Prasidh Krishna) বিপক্ষের ডিন এলগারের বিরুদ্ধে শর্ট বল করলেন না? এমনই প্রশ্ন তুলে দিলেন ভারতের প্রাক্তন বাঁহাতি পেসার।
ইরফান ফের বলেন, “পুরো ক্রিকেট দুনিয়া জানে যে, ডিন এলগার একেবারেই শর্ট বল খেলতে পারে না। গত অস্ট্রেলিয়া সফরে ও চারবার শর্ট বলে আউট হয়েছিল। একইভাবে আউট হয়েছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে। ভারতের টিম ম্যানেজমেন্ট কি এই তথ্যগুলো জানত না? ওর আউট হওয়ার পুরনো ভিডিওগুলো কি দেখার প্রয়োজন মনে করেনি? ৬০-৭০ ব্যাট করার পর এলগারকে শর্ট বল করা হচ্ছিল। তখন আর শর্ট বল করে কী লাভ! ও তো সেট হয়েই গিয়েছিল।”
১৯৯২-৯৩ মরশুম থেকে এখনও পর্যন্ত, দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই দেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতা তো অনেক দূরের কথা মাত্র ৪টি ম্যাচ জিতেছে ভারত। এর মধ্যে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ২০০৬-০৭ মরশুমে প্রথমবার টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া। ২০১১-১২ মরশুমে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে ১-১ ফলাফলে সিরিজ শেষ করেছিল ভারত। এর পর দুবার বিরাট কোহলির অধিনায়কত্বে এসেছিল জোড়া জয়। ২০১৭-১৮ মরশুমে টেস্ট জেতার পর ২০২১-২২ সফরে ফের তাঁর নেতৃত্বে টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল দল। এবারও প্রথম টেস্টে হেরে গিয়েছে ভারত। কিন্তু নতুন বছরে কি রোহিত শর্মার দল টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাতে পারবে? সেটাই দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া।