সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে বক্সিং ডে টেস্ট খেলতে নামবে টিম ইন্ডিয়া (Team India)। দুই ম্যাচের টেস্ট সিরিজে নামার আগে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) বিশেষ নজির অপেক্ষায় রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেই রেকর্ড সম্পর্কে জানলে চমকে যাবেন।
কেরিয়ারের ৯০টি টেস্টে ৭৮টি ছক্কা মেরেছিলেন ধোনি। সেখানে ৫২টি টেস্ট খেলে হিটম্যান এখনও পর্যন্ত মেরেছেন ৭৭টি ছক্কা। ফলে আর দুটি ছক্কা মারলেই ধোনিকে টপকে যাবেন রোহিত। যদিও এই তালিকায় সবার উপরে রয়েছেন বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)। ১০৪টি টেস্টে সর্বাধিক ৯১টি ছক্কা মেরেছেন ‘নজফগড়ের নবাব’।
[আরও পড়ুন: শচীনের ‘বিরাট’ রেকর্ড ভাঙতে চলেছেন কোহলি! কতটা কঠিন এই পথ?]
তবে দক্ষিণ আফ্রিকার মাটিতে কিন্তু রোহিত একেবারেই নিজেকে মেলে ধরতে পারেননি। ২০১৩ থেকে ২০১৮, দুবার প্রোটিয়াদের দেশে গিয়ে ৪ টেস্টের ৮ ইনিংসে রোহিতের রান মাত্র ১২৩। সর্বাধিক ৪৭। গড় ১৫.৩৭। এহেন রোহিত কি এবার নিজের পরিসংখ্যান আরও ভালো করতে পারবেন?
১৯৯২-৯৩ মরশুম থেকে এখনও পর্যন্ত, দক্ষিণ আফ্রিকার মাটিতে সেই দেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতা তো অনেক দূরের কথা মাত্র ৪টি ম্যাচ জিতেছে ভারত। এরমধ্যে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ২০০৬-০৭ মরশুমে প্রথমবার টেস্ট জিতেছিল টিম ইন্ডিয়া। ২০১১-১২ মরশুমে ধোনির অধিনায়কত্বে ১-১ ফলাফলে সিরিজ শেষ করেছিল ভারত। এর পর দুবার বিরাট কোহলির অধিনায়কত্বে এসেছিল জোড়া জয়। ২০১৭-১৮ মরশুমে টেস্ট জেতার পর ২০২১-২২ সফরে ফের তাঁর নেতৃত্বে ফের টেস্ট জয়ের স্বাদ পেয়েছিল দল। এবার কি রোহিতের নেতৃত্বে ভারতীয় দল ইতিহাস গড়তে পারবে? সেটা সময় বলবে।