সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেশব মহারাজের (Keshav Maharaj) ঈশ্বর প্রেমের কথা কারও অজানা নয়। সেটা ফের একবার দেখা গেল। টিম ইন্ডিয়ার (Team India) বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ব্যাট করতে নামার পরেই পার্ল স্টেডিয়ামের গ্যালারিতে বেজে উঠল ‘রাম সিয়া রাম’ গান। সেই গান বেজে উঠতেই, দক্ষিণ আফ্রিকার (South Africa) বাঁহাতি স্পিনারের দিকে তাকিয়ে হেসে ফেলেন কেএল রাহুল (KL Rahul)। এবং তাঁর সঙ্গে কেশব মহারাজের সঙ্গে কথা বলতে শুরু করে দেন। সেই ভিডিও ভাইরাল হতে সময় লাগেনি।
ম্যাচের তখন ৩৩.২ ওভারের খেলা চলছে। ডেভিড মিলার ক্রিজেই ছিলেন। তাঁর সঙ্গে যোগ দেন কেশব মহারাজ। তিনি ক্রিজের কাছে আসার সময় মাঠের ধারে বেজে উঠেছিল ‘রাম সিয়া রাম’। সেই গানের কলি কেএল রাহুলের কানেও এসেছিল। কেশব মহারাজকে উদ্দেশ্য করে উইকেটের পিছন থেকে কেএল রাহুল জিজ্ঞাসা করেন, ‘কেশব ভাই, আপনি যখনই ব্যাট করতে আসেন তখনই এই গানটা বাজে, না?’ রাহুলের সেই কথা শুনে হেসে ফেলেন মহারাজ। তিনিও বলে ওঠেন, ‘এই গানটা শুনলে মন ভালো হয়ে যায়।’
[আরও পড়ুন: ৮ বছর ৪ মাসের অপেক্ষার পর সেঞ্চুরি! কঠিন সময় নিয়ে মুখ খুললেন লড়াকু সঞ্জু]
দক্ষিণ আফ্রিকার তারকা তথা অভিজ্ঞ অলরাউন্ডার একজন ভারতীয় বংশোদ্ভুত ক্রিকেটার। ভারতের সঙ্গে তাঁর বিশেষ যোগসূত্র রয়েছে। পাশাপাশি তিনি হিন্দু ধর্মকেও যথেষ্ট প্রাধান্য দেন। হনুমান’জি-র একনিষ্ঠ ভক্ত তিনি। তৃতীয় একদিনের ম্যাচে যখন কেশব মহারাজ ব্যাট করতে নামেন, ঠিক সেইসময় স্টেডিয়ামে ‘রাম সিয়া রাম’ গানটা বাজতে শুরু করে।
অবশ্য তাঁর ঈশ্বর প্রেম আগেও দেখা গিয়েছিল। বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে থ্রিলার জিতে হনুমান’জি-কে স্মরণ করেছিলেন কেশব মহারাজ। পাকিস্তানের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে মহম্মদ নওয়াজের বলে বাউন্ডারি হাঁকিয়ে মহারাজ জয় ছিনিয়ে নেন। এবং সেই ম্যাচের শেষে সোশাল মিডিয়ায় কেশব মহারাজ লিখেছিলেন, ‘ঈশ্বরে আস্থা রয়েছে। দুর্দান্ত একটা রেজাল্ট উপহার দিয়েছে ছেলেরা। শামসি, মার্করাম দুরন্ত পারফরম্যান্স করেছে। জয় শ্রী হনুমান।’ এবার তাঁর ঈশ্বর প্রেম ফের একবার দেখা গেল।