সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্যামেরা সবচেয়ে বেশি ফোকাস করেছিল দু’জনের দিকে। বিরাট কোহলি আর গৌতম গম্ভীর। একটা সময় দু’জনের মধ্যে সম্পর্কটা কী রকম ছিল, সেটা সবার জানা। গম্ভীরকে ভারতীয় কোচ করার পর থেকেই একটা প্রশ্ন ভারতীয় ক্রিকেটমহলে ঘোরাফেরা করতে শুরু করেছিল। দু’জনের সম্পর্কের শীতলতা কি টিমের মধ্যে কোনও প্রভাব ফেলতে পারে? কিন্তু একদিন আগে কলম্বোয় প্র্যাকটিস সেশনে যে ছবিটা দেখা যায়, তা ভারতীয় সমর্থকদের যাবতীয় চিন্তার মেঘ দূর করে দিয়েছে।
বিরাট আর গম্ভীর দু’জনে এক অপরের সঙ্গে খুনসুঁটি করছেন। যে গম্ভীরকে খুব একটা হাসতে দেখা যায় না, সেই তিনিও প্রাণ খুলে হাসছেন। ওয়ানডে সিরিজের আগে ভারতীয় শিবিরের মেজাজটাও একেবারে ফুরফুরে। টি-টোয়েন্টিতে চুনকাম করা গিয়েছে শ্রীলঙ্কাকে। সেই একই লক্ষ্য নিয়ে এবার ওয়ান ডে সিরিজেও (IND vs SL) নামছেন রোহিত শর্মা।
[আরও পড়ুন: ‘এভাবে হেনস্তা ঠিক নয়’, বিতর্কিত ‘পুরুষ’ বক্সারকে মহিলা বলেই দাবি অলিম্পিক কমিটির!]
রোহিত আর বিরাট দু’জনেই টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন। ওয়ান ডে সিরিজের বেশ কিছুদিন আগেই কলম্বোয় এসে প্র্যাকটিসও সারেন। যদিও রোহিত ম্যাচের আগের দিন প্রেস কনফারেন্সে এসে পরিষ্কার করে জানিয়ে গিয়েছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপ ভুলে সামনের দিকে ভাবছেন। ভারতীয় অধিনায়ক বলেন, ‘‘অতীত নিয়ে পড়ে থাকলে চলবে না। আমরা আগে যেটা করেছি, সেটা ওই কিছু সময়ের জন্য ছিল। বিশ্বকাপ জিতে দেশে ফেরার মুহূর্তটা দারুণ ছিল। দিল্লি বলুন মুম্বই বলুন, আমরা দারুণ উপভোগ করেছিলাম। তবে এবার সেটা ভুলে আমাদের সামনের দিকে তাকাতে হবে। মনে রাখতে হবে এখন বিশ্বকাপ শেষ। কী কী ভুলক্রুটি করেছি আমার, সেগুলো দেখতে হবে। সেগুলো নিয়ে কাজ করতে হবে। কারণ সামনেই আবার একটা বড় টুর্নামেন্ট রয়েছে।’’
বিশ্বকাপের পর ক্রিকেট থেকে বেশ কিছুদিনের বিরতি নিয়েছিলেন রোহিত। সামনের বছর চ্যাম্পিয়ন্স ট্রফি। স্বাভাবিকভাবেই ভারতীয় টিমের পরবর্তী লক্ষ্য যে সেটাই থাকবে, সেটা বলে দেওয়া যায়। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে খুব বেশি প্রস্তুতির সময় পাবে না ভারত। কারণ এর মধ্যে মাত্র ছ’টা ওয়ান ডে ম্যাচ রয়েছে ভারতের। ফলে শ্রীলঙ্কা সিরিজে যে পরীক্ষা-নিরিক্ষা হতে পারে, সেটা বলে দেওয়াই যায়। কোচ গম্ভীরের সঙ্গে রোহিতের সম্পর্ক বরাবরই খুব ভালো। দু’জনে একসঙ্গে খেলেওছেন। রোহিত বলেন, ‘‘আমি দীর্ঘদিন ধরে ওকে চিনি। আমরা একসঙ্গে অল্প-বিস্তর খেলেওছি। ফলে জানি আর মাইন্ডসেট খুব স্পষ্ট।’’
(আজ টিভিতে- ভারত বনাম শ্রীলঙ্কা
দুপুর ২.৩০, কলম্বো, প্রথম ওয়ানডে
সোনি নেটওয়ার্ক)