সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর। দুই তারকা প্রতিপক্ষ হিসাবে মাঠে নামলেই যেন যুদ্ধের আবহ তৈরি হয়ে যেত ক্রিকেট ম্যাচ ঘিরে। আইপিএলের ময়দানে একাধিকবার কথা কাটাকাটিতেও জড়িয়ে পড়েন দুজনে। তবে এবার পুরনো দ্বন্দ্ব ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চান দুই তারকা। ভারতীয় দলের ড্রেসিংরুমে কাঁধে কাঁধ মিলিয়ে তাঁরা কাজ করছেন, এমন সৌহার্দ্যের ছবি তুলে ধরেছে বিসিসিআই।
গুরু গম্ভীর জমানার প্রথম সিরিজে বিপক্ষকে হোয়াইটওয়াশ করে দিয়েছে মেন ইন ব্লু। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ওয়ানডে সিরিজ (IND Vs SL ODI)। টি-২০ থেকে অবসর নেওয়ার পরে এই প্রথমবার মাঠে নামবেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। সঙ্গে নামবেন বিরাটও (Virat Kohli)। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে শ্রীলঙ্কা সফরকে প্রস্তুতির মঞ্চ হিসাবেই দেখছেন গম্ভীর। তাই দুই সিনিয়র ব্যাটারকে এই সিরিজে খেলাতে চেয়েছেন ভারতীয় দলের হেডস্যর।
[আরও পড়ুন: আইপিএল থেকে উঠে যাবে মেগা অকশন? মালিকদের দাবি নিয়ে চিন্তাভাবনা বিসিসিআইয়ের]
বুধবার পুরোদমে অনুশীলনে নেমে পড়েছিল গোটা ভারতীয় দল। সেখানেই খোশমেজাজে দেখা যায় বিরাট-গম্ভীরকে। হাসিতে ফেটে পড়া থেকে কড়া অনুশীলন- নানা মুডে এদিন ধরা পড়েন এককালের 'শত্রু'রা। গম্ভীরের থেকে পরামর্শ নিতেও দেখা যায় বিরাটকে। এদিন অনুশীলনে দেখা যায় কে এল রাহুল এবং শ্রেয়স আইয়ারকেও।
উল্লেখ্য, তিক্ততার অতীত ভুলে এগিয়ে যাওয়ার বার্তা বহুবার শোনা গিয়েছে গম্ভীরের (Gautam Gambhir) মুখে। গম্ভীর বলেন, “এগুলো টিআরপি-র জন্য ভালো। আমার সঙ্গে বিরাটের কী কথা হয়, সেটা একবারেই ব্যক্তিগত। কখনই প্রকাশ্যে আনিনি সেটা। দুজন প্রাপ্তবয়স্ক মানুষের সম্পর্ক যেরকম হতে পারে, আমাদের সম্পর্কও সেরকমই। মাঠে আমরা একই মানসিকতা নিয়ে নামি। আমাদের মধ্যে সম্পর্ক খুবই ভালো।" আগামী দিনে ভারতের ড্রেসিংরুমে কেমন হবে গম্ভীর-কোহলি রসায়ন, সেদিকে নজর দেশের ক্রিকেটপ্রেমীদের।