shono
Advertisement

সমস্যা মেটাতে আলোচনায় বসুক ভারত-পাকিস্তান, পরামর্শ আমেরিকার

সন্ত্রাসবাদী কার্যকলাপ-সহ একাধিক সমস্যা রয়েছে দুই দেশের মধ্যে।
Posted: 04:38 PM Aug 03, 2023Updated: 04:38 PM Aug 03, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দ্বিপাক্ষিক সম্পর্কে যা কিছু সমস্যা রয়েছে তা সমাধান করতে শান্তিপূর্ণভাবে আলোচনা করতে হবে ভারত (India) ও পাকিস্তানকে (Pakistan)। দুই দেশের সম্পর্ক নিয়ে প্রশ্নের উত্তরে এই কথা বলেন আমেরিকার (USA) বিদেশদপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। প্রসঙ্গত, মঙ্গলবারই একটি সম্মেলনে গিয়ে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারতের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় বসার বার্তা দেন।

Advertisement

কাশ্মীর ইস্যু থেকে শুরু করে সীমান্তের সন্ত্রাসবাদ- একাধিক বিষয় নিয়েই দীর্ঘদিন ধরে বিবাদ চলছে দুই দেশের মধ্যে। কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ তুলে নেওয়ার পরেও প্রবল আপত্তি জানিয়েছিল প্রতিবেশী দেশটি। ভারতের বিরুদ্ধে পাকিস্তানি সেনার মদতে সন্ত্রাসবাদী কার্যকলাপ চলছে, একাধিকবার সেই অভিযোগও উঠেছে। এহেন পরিস্থিতিতে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর সাফ জানিয়েছিলেন, যতক্ষণ না সীমান্ত পেরিয়ে সন্ত্রাসের ঘটনা কমছে ততক্ষণ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখা সম্ভব নয়। 

[আরও পড়ুন: মাত্র ৪০ মিনিট ব্যবহার করা যাবে ইন্টারনেট! বাচ্চাদের অনলাইন আসক্তি কমাতে কঠোর নির্দেশিকা চিনের]

প্রসঙ্গত মঙ্গলবারই শাহবাজ শরিফ বলেন, দুই দেশ ‘স্বাভাবিক প্রতিবেশী’ ততদিন হয়ে উঠতে পারবে না, যতদিন না শান্তিপূর্ণ ও গুরুত্বপূর্ণ বৈঠকে গুরুতর বিষয়গুলি নিয়ে আলোচনা হয়। যদিও তিনি ভারতের নাম উল্লেখ করেননি, তবুও তিনি যে ভারতের কথাই বলছেন তাতে নিঃসন্দেহ ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, মাস ছয়েক আগেও একই প্রস্তাব দিতে দেখা গিয়েছিল তাঁকে।

তারপরেই মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্রের কাছে বিষয়টি তুলে ধরা হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিলার বলেন, “বহুদিন থেকেই আমরা বলে আসছি, ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তিপূর্ণ আলোচনা হওয়া দরকার। যেসমস্ত বিষয় নিয়ে দুই দেশের মধ্যে বিরোধ রয়েছে তা নিয়ে আলোচনা করতে হবে। বরাবরই এই অবস্থানই বজায় রেখেছে আমেরিকা।”

[আরও পড়ুন: আমেরিকার পিটসবার্গে ১১ ইহুদিকে গুলি করে খুন, মৃত্যুদণ্ডের সাজা অপরাধীকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement