ভারত: ১৬০/৮ (শ্রেয়স-৫৩, অক্ষর-৩১)
অস্ট্রেলিয়া: ১৫৪/৮ (ম্যাকডার্মোট-৫৪, ওয়েড- মুকেশ-৩২/৩)
৬ রানে জয়ী ভারত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রায়পুরেই বিশ্বজয়ীদের হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরে ফেলেছিল সুর্যকুমারের টিম ইন্ডিয়া। তাই রবিবার চিন্নাস্বামীতে পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি ছিল নেহাতই নিয়মরক্ষার। যদিও মধুরেন সমাপয়েৎ করাই উদ্দেশ্য ছিল ভারতের। তবে সেই পথে খানিক বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ম্যাথিউ ওয়েড। শেষ ওভারে তিনি আউট হতেই চওড়া হাসি ভারতীয় সমর্থকদের মুখে। ভারতীয় বোলিং দাপটে সম্মানরক্ষার লড়াইয়েও হার অস্ট্রেলিয়ার।
এদিন টস জিতে সূর্যকুমারদের ব্যাট করতে পাঠান ওয়েড। শুরুতেই আসে সাফল্য। দ্রুত প্যাভিলিয়নে ফেরেন যশস্বী জসওয়াল (২১) এবং ঋতুরাজ গায়কোয়াড় (১০)। সেই সময় দলের রাশ টেনে ধরেন শ্রেয়স। অজি বোলিংয়ের দাপটে অবশ্য ধাক্কা খায় ভারতীয় মিডল অর্ডারও। চলতি সিরিজে নজরকাড়া রিঙ্কু সিংয়ের ব্যাটও এদিন কথা বলেনি। ৬ রানেই আউট হন তিনি। তবে জীতেশ শর্মা (২৪) এবং অক্ষর প্যাটেলের (৩১) সৌজন্যে স্কোরবোর্ডে আরও অনেকটা রান যুক্ত হয়। লড়াই করার মতো রশদ পায় ভারত।
[আরও পড়ুন: দ্রাবিড় না চাইলে… রোহিতদের কোচ হিসাবে কাকে এগিয়ে রাখলেন গম্ভীর?]
টি-টোয়েন্টি ম্যাচেও এখন ২০০ পার করতে না পারলে স্বস্তিতে থাকা অসম্ভব। সেখানে অস্ট্রেলিয়ার সামনে ছিল ১৬১ রানের টার্গেট। ফলে ভারতীয় ব্যাটিংয়ের ব্যর্থতার জেরে দায়িত্ব অনেকখানি বেড়ে গিয়েছিল বোলারদের। গত ম্যাচেও বোলিং দাপটেই খেলা ঘুরে গিয়েছিল। এদিনও সেই দাপটই বজায় রাখলেন রবি বিষ্ণোই, মুকেশ কুমাররা। একাই তিনটি উইকেট তুলে নেন বাংলার পেসার। তবে শেষ বেলায় একেবারে নায়ক হয়ে উঠলেন অর্শদীপ সিং। জিততে হলে শেষ ওভারে ১০ রান করতে হত অজিদের। ক্রিজে ছিলেন ওয়েডের মতো বিশ্বস্ত ফিনিশার। শুধু তাঁর উইকেটটি তুলে নেওয়াই নয়, ওই ওভারে মাত্র ৪ রান দিয়ে বিশ্বজয়ীদের রুখে দিলেন অর্শদীপ। আর সেই দৌলতেই পাঁচ ম্যাচের সিরিজ ৪-১ ব্যবধানে শেষ করল টিম ইন্ডিয়া।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে নেই বিরাট কোহলি, রোহিত শর্মারা। চোটের কারণে খেলতে পারবেন না হার্দিক পাণ্ডিয়াও। এমন পরিস্থিতিতে নেতৃত্বের জন্য নির্বাচকরা ভরসা রেখেছিলেন সূর্যকুমারের উপরই। অজিদের বড় ব্যবধানে হারিয়ে ভারতীয় দলের ‘স্কাই’ যেন বুঝিয়ে দিলেন, পিকচার অভি ভি বাকি হ্যায়।