ইংল্যান্ড: ৬৮ (রিয়ানা ১৯, তিতাস ২/৬, পার্শভি ২/১৩)
ভারত: ৬৯/৩ (সৌম্যা ২৪ , তৃষা ২৪ )
৭ উইকেটে জয়ী ভারত।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস গড়ল ভারতের অনূর্ধ্ব ১৯ (India Under 19 Women) মহিলা দল। প্রথম দল হিসাবে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতে নিল শেফালি ভার্মার ব্রিগেড। ফাইনালে ইংল্যান্ডকে দুরমুশ করে ট্রফি জিতল ভারত। মাত্র ৬৮ রানে প্রতিপক্ষকে অলআউট করে দেন বোলার। জয়ের জন্য প্রয়োজনীয় রান সহজেই তুলে ফেলেন সৌম্যা তিওয়ারিরা। ভারতের সিনিয়র মহিলা দল আজ পর্যন্ত বিশ্বকাপ জয়ের স্বাদ পায়নি। কিন্তু প্রথমবার বিশ্বকাপে সুযোগ পেয়েই বাজিমাত করল ভারতের মেয়েরা।
প্রথমবার অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের (Under 19 Women’s World Cup) আয়োজন করেছে আইসিসি। টুর্নামেন্টের প্রথম বছরেই সেরার শিরোপা পেল ভারত। প্রথম ম্যাচ থেকেই দাপট দেখিয়ে একের পর এক ম্যাচে প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছিল ভারত। মাত্র একটি ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরেছিল শেফালি ভার্মার দল। তবে সেই ধাক্কা সামলে সেমিফাইনালে নিউজল্যান্ডকে উড়িয়ে দেয় ভারতের অনূর্ধ্ব ১৯ মেয়েরা। গোটা টুর্নামেন্টে অপরাজেয় ইংল্যান্ডের বিরুদ্ধে ট্রফি জয়ের যুদ্ধে নামেন রিচা ঘোষরা।
[আরও পড়ুন: মেলবোর্নে রেকর্ড, দশমবার অস্ট্রেলীয় ওপেন জয় জকোভিচের]
ফাইনালের আগের দিন ভারতীয় শিবিরকে পেপটক দিতে হাজির হন অলিম্পিকে সোনাজয়ী নীরজ চোপড়া। তাঁর সামনেই ট্রফি জয়ের শপথ নেন দলের অধিনায়ক শেফালি। রবিবার খেলতে নেমে বিপক্ষকে গুঁড়িয়ে দেন তাঁর বোলাররা। একদিকে কৃপণ বোলিংয়ের পাশাপাশি লাগাতার উইকেট তুলতে থাকেন তিতাসরা। মাত্র ৬ রান দিয়ে টপ অর্ডারের দুই উইকেট তুলে নেন বঙ্গকন্যা তিতাস সাধু। গত ম্যাচের সেরা পার্শভি চোপড়া এদিনও মাত্র ১৩ রানে দু’টি উইকেট নেন। ভারতীয় বোলারদের মধ্যে উইকেট পান সকলেই। ১৭.১ ওভারেই অলআউট হয়ে যায় ইংল্যান্ড।
মাত্র ৬৯ রানের সহজ টার্গেট তাড়া করতে গিয়ে শুরুতেই শেফালির উইকেট হারায় ভারত। এক ওভার পরেই ফর্মে থাকা ওপেনার শ্বেতা শেরাওয়াত আউট হয়ে যান। ২২ রানের মধ্যে দুই উইকেট হারিয়ে আচমকাই চাপে পড়ে যায় ভারত। মাথা ঠাণ্ডা রেখে ভারতকে ম্যাচে ফেরান সৌম্যা তিওয়ারি ও গোংগাড়ি তৃষা। ১৪ ওভারেই জয়ের রান তুলে ফেলে শেফালি ব্রিগেড। মহিলাদের ক্রিকেটে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পেল ভারত।