আনলক ফোরেও দেশজুড়ে বেলাগাম করোনা সংক্রমণ। ভারতে আক্রান্ত ৪১ লক্ষ ১৩ হাজার ৮১২ জন। মৃত্যু হয়েছে ৭০ হাজার ৬২৬ জনের। রাজ্যে মোট আক্রান্ত ১,৮০,৭৮৮ জন। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩,৫৬২ জনের। করোনা সম্পর্কিত সমস্ত আপডেট:
রাত ১১.১১: ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, সংক্রমণের নিরিখে গোটা বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থানে ভারত।
রাত ১০.৫৮: কেরলের অর্থমন্ত্রী থমাস আইজ্যাক করোনা আক্রান্ত। তিনি হাসপাতালে ভরতি রয়েছেন।
রাত ১০.৫০: ঝাড়খণ্ডে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১ হাজার ৬৩ জন।
রাত ১০.৩৭: আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের অ্যাসিস্ট্যান্ট ফিজিও করোনা আক্রান্ত।
রাত ১০.২০: বেঙ্গালুরুতে সুস্থ হয়ে ওঠে মাসখানেকের মাথায় দ্বিতীয়বার করোনা সংক্রমণ।
রাত ১০.০৭: হরিয়ানার করোনা আক্রান্ত মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টারের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি।
রাত ৯.৪৯: রাজস্থানে একদিনে আক্রান্ত ১,৫৯৩ জন।
রাত ৯.৪৭: গোয়ায় আক্রান্ত আরও ৩৭৪ জন।
রাত ৯.৪৫: করোনা আক্রান্ত খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভরতি তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অক্সিজেনের মাত্রা কিছুটা কম। এছাড়াও রক্তে শর্করার পরিমাণ বেশি রয়েছে তাঁর। তাই কিছুটা হলেও মন্ত্রীকে নিয়ে চিন্তিত প্রত্যেকেই।
রাত ৯.৩৮: করোনাকালে ফের স্বস্তির খবর কলকাতায়। স্বাস্থ্যভবনের তথ্যে স্পষ্ট, মহানগরের কনটেনমেন্ট জোনের সংখ্যা কমে একেবারে ১ নেমে এল। গত ১১ মে যেখানে শহরের কনটেনমেন্ট জোনের সংখ্যা ছিল ৩৩৮ সেখানে এদিন মাত্র একটিতে নেমে আসায় কোভিডের আতঙ্কের মেঘ কাটল বলে মনে করছেন পুরসভার কর্তারা। এখন উত্তর কলকাতার ২৬ নম্বর ওয়ার্ডের লোহাপট্টির কাছের ১৩ ও ২১ নম্বর উমেশ দত্ত লেনের বাড়ি দু’টি মিলিয়ে শহরে এই মুহূর্তে করোনার একমাত্র কনটেনমেন্ট জোন রয়েছে।
রাত ৯.২৮: হিমাচল প্রদেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯৭ জন।
রাত ৯.০৮: মুম্বইতে আক্রান্ত ১,৯১০ জন।
রাত ৯.০৫: সবুজ সংকেত দিল স্পোর্টস অথোরিটি অব ইন্ডিয়া (সাই)। আগামী সোমবার থেকেই পুল্লেলা গোপীচাঁদ অ্যাকাডেমিতে শুরু হচ্ছে ব্যাডমিন্টনের জাতীয় শিবির। যে শিবিরে যোগ দেবেন সাইনা নেহওয়াল, কিদাম্বি শ্রীকান্তের মতো তারকা প্লেয়াররা। তবে কোভিড বিধি মেনেই শুরু হবে জাতীয় শিবিরে।
রাত ৮. ৫৮: মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত ২৩ হাজার ৩৫০ জন।
রাত ৮. ৫০: দিল্লির মোট সংক্রমিতের সংখ্যা ছাড়াল ১ লক্ষ ৯০ হাজারের গণ্ডি।
রাত ৮.৪৯: আজ ২৬,৮২৯ জনে অ্যান্টিজেন ব়্যাপিড টেস্ট হয়েছে।
রাত ৮. ২৫: হরিয়ানায় নতুন করে আক্রান্ত ২২৭৭ জন।
রাত ৮.০০: রাজ্যে নতুন করে সংক্রমিত ৩,০৮৭ জন। মৃত্যু হয়েছে ৫২ জন। এই একদিনে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৩, ২০৭ জন।
সন্ধে ৭. ৪০: চণ্ডীগড়ে নতুন করে আক্রান্ত ২৬১ জন।
সন্ধে ৭. ২০: কর্ণাটকে নতুন করে আক্রান্ত ৯, ৩১৯ জন।
সন্ধে ৭. ১০: উত্তরাখণ্ডে নতুন করে সংক্রমিত ৬৬৮ জন।
সন্ধে ৬. ৫৭: জম্মু কাশ্মীরে নতুন করে সংক্রমিত ১, ৩১৬ জন।
সন্ধে ৬. ৪৫: অন্ধ্রপ্রদেশে নতুন করে আক্রান্ত প্রায় ১০ হাজার ৮০০ জন।
সন্ধে ৬. ২০: করোনা আক্রান্ত অভিনেত্রী মলাইকা আরোরা।
বিকেল ৬.০০: মণিপুরে নতুন করে সংক্রতি ১৩৯ জন।
বিকেলে ৫. ২৫: বিহারে নতুন করে করোনা আক্রান্ত ১,৭৯৭ জন।
বিকেল ৫. ০০: টানা লকডাউনের জের। ব্যাপক ক্ষতির মুখে পাঞ্জাবের হোটেল ব্যবসায়ীরা।
বিকেল ৪.১৫: মহামারী আবহে ব্যাপক ক্ষতির মুখে মৃৎশিল্পীরা।
বিকেল ৪.০০: নিজামউদ্দিন আউলিয়া দরগায় খোলার পরই সেখানে গেলেন কেন্দ্রীয় সংখ্যা লঘু উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী মুখতার আব্বাস নকভি।
দুপুর ৩.৪৫: মেলবোর্নে লকডাউনের মেয়াদ আরও দুসপ্তাহ বাড়ল।
দুপুর ৩.৩০: রাজ্যে এই প্রথম কোনও করোনা রোগীর আত্মহত্যা। রবিবার সকালে এনআরএস হাসপাতাল থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। করোনা সংক্রমিত হওয়ার পর থেকেই কাকদ্বীপের বাসিন্দা ওই ব্যক্তি মানসিক অবসাদে ভুগছিলেন।
দুপুর ৩.১৫: করোনা আক্রান্ত কংগ্রেস নেতা দীপেন্দ্র সিং হুডা।
দুপুর ৩.১০: শ্রীনগরের স্বেচ্ছাসেবী সংস্থাগুলিকে অক্সিজেন কনসেনট্রেটর উপহার দিলেন বেসরকারি স্কুল সংগঠনগুলি।
দুপুর ২.৩৩: করোনা আক্রান্ত বলিউড অভিনেতা অর্জুন কাপুর। উপসর্গহীন তিনি। তাই হোম কোয়ারেন্টাইনে রয়েছেন তিনি।
দুপুর ২.২০: মহামারী পরিস্থিতিতে পাঁচ মাস পর চালু হচ্ছে লখনউ মেট্রো পরিষেবা। জারি থাকছে কোভিডবিধি।
দুপুর ২.১৫: কুস্তিগীর দীপক পুনিয়া করোনা আক্রান্ত। হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন তিনি।
দুপুর ২.০০: মহামারী পরিস্থিতিতে আবাসনের চাহিদা কমেছে। কর্ণাটকে ফাঁকা পড়ে বহু বাড়ি।
দুপুর ১.৩০: মর্মান্তিক ঘটনা ঘটল কেরলে। করোনা আক্রান্ত রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় ধর্ষণ করল অ্যাম্বুল্যান্স চালক।
দুপুর ১.১২: মুম্বইয়ের পশ্চিমাঞ্চলে সবচেয়ে বেশি কনটেনমেন্ট জোন রয়েছে। এই এলাকাতেই সংক্রমণ হার সবচেয়ে বেশি।
বেলা ১২.৫০: আনলকের চতুর্থ দফায় চালু হবে দিল্লি মেট্রো। তারই প্রস্তুতি খতিয়ে দেখলেন দিল্লির পরিবহণমন্ত্রী কৈলাস গেহলট।
বেলা ১২.৪০; মাত্র দুজন যাত্রী নিয়ে সোলান থেকে শিমলা এল ট্রেন। NDA পরীক্ষার জন্য হিমাচলে এই পরিষেবা চালু হয়েছে।
সকাল ১১.৫৫: তামিলনাড়ুতে কোভিডবিধি উড়িয়ে চলছে ক্রিকেট খেলা।
সকাল ১১,৪০: পাঞ্জাব ও চণ্ডিগড়ে যাচ্ছে দুই সদস্যের কেন্দ্রীয় দল। মৃত্যুহার কমানোর বিষয়টি খতিয়ে দেখে চিকিৎসকদের সাহায্য করবেন তাঁরা।
সকাল ১১.২৯: টলিউভ অভিনেতা তথা সাংসদ দেবের বাড়ির ম্যানেজার উত্তম করোনা মুক্ত। টুইট করে নিজেই সে খবর দিলেন অভিনেতা।
সকাল ১১.০২: গত ২৪ ঘণ্টায় ওড়িশায় করোনা আক্রান্ত ৩ হাজার ৮১০ জন।
সকাল ১০.৪৫: গত ২৪ ঘণ্টা রাজস্থানে করোনা আক্রান্ত ৭২৬ জন।
সকাল ৯.৩৫: দেশে একদিনে করোনা আক্রান্ত ৯০ হাজার ৬৩৩ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ৬৫ জনের।
সকাল ৯.২৩: লখনউতে উইকএন্ড লকডাউন চলছে।
সকাল ৯.১০: ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির পরীক্ষা আজ। মুম্বইয়ের আম্বেদকর কলেজের পরীক্ষার্থীদের তামপমাত্র পরীক্ষা করা হচ্ছে।
সকাল ৯.০৫: সুস্থতায় রেকর্ড গড় ভারত। একদিনে দেশে করোনাজীয় ৭০ হাজার। তথ্য দিয়ে জানাল স্বাস্থ্যমন্ত্রক।
সকাল ৮.৫০: দেশে গত ২৪ ঘণ্টায় প্রায় ১১ লক্ষ নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানাল স্বাস্থ্যমন্ত্রক।
সকাল ৮.৩১: আজ থেকে খুলে যাচ্ছে দিল্লির নিজামউদ্দিন আউলিয়ার দরগা। মার্চের মাঝামাঝি সময় থেকে এটি বন্ধ করে দেওয়া হয়েছিল।
সকাল ৮.৩০: কোভিডবিধিকে থোড়াই কেয়ার। লুধিয়ানার এক রেঁস্তরাঁয় রাতভর পুলপার্টি। আটক ৫০ জনেরও বেশি।
সকাল ৮.২৫: চিনের মূল ভূখণ্ডে করোনা আক্রান্ত ১০ জন।
সকাল ৮.২১: নিরাপদ প্রমাণিত না হলে কোনও ভ্যাকসিনকে ছাড়পত্র দেবে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।
সকাল ৮.১৫: ফ্রান্সে অব্যাহত সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় সে দেশে নতুন করে করোনা আক্রান্ত ৮ হাজার ৫৫০ জন।
সকাল ৮.১০: গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে করোনা আক্রান্ত ৩০ হাজার ১৬৮ জন। একদিনে সেখানে মৃত্যু হয়েছে ৬১২ জনের।
সকাল ৮.০০: আনলকের চতু্র্থ পর্বে গুজরাটে মেট্রো চালানোর প্রস্তুতি শুরু।
The post ঊর্ধ্বমুখী করোনা গ্রাফ, সংক্রমণের নিরিখে বিশ্বের দ্বিতীয় স্থানে ভারত appeared first on Sangbad Pratidin.