shono
Advertisement
Rahul Dravid

প্রস্তুতি ম্যাচ জিতেও কাটছে না উদ্বেগ, মাঠে নামার আগে রোহিতদের সতর্ক করলেন দ্রাবিড়

কী নিয়ে চিন্তায় ভারতের কোচ?
Published By: Arpan DasPosted: 08:07 PM Jun 02, 2024Updated: 08:07 PM Jun 02, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সহজেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ১৮৩ রানের লক্ষ্য দিয়ে ৬০ রানে হেলায় ম্যাচ জিতেছেন রোহিতরা। কিন্তু তা সত্ত্বেও সন্তুষ্ট নন কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। নিজের দল নয়, তাঁর চিন্তা নাসাউ স্টেডিয়ামের পিচ আর মাঠের অবস্থা নিয়ে।

Advertisement

এই মাঠেই ৫ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ভারত। গ্রুপ পর্বের বাকি দুটি ম্যাচও খেলতে হবে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টির স্টেডিয়ামে। ৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে মহারণের পর আমেরিকার সঙ্গে ম্যাচ হবে এখানে। ফলে চোট-আঘাতের সমস্যা ভোগাতে পারে। সেটাই ভাবাচ্ছে ভারতের হেডস্যরকে।

[আরও পড়ুন: ‘তিন দশকে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ’, সুনীলের বিদায়ী অভিযানে জয়ের ছক তৈরি স্টিমাচের]

কদিন আগে প্র্যাক্টিস পিচ ও খাবারের গুণমান নিয়েও প্রশ্ন তুলেছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু এবার মাঠের অবস্থা নিয়ে কথা বললেন খোদ দ্রাবিড়। ম্যাচের পর তিনি বলেন, "মাঠ বেশ খানিকটা নরম। ফলে আগামীকাল প্লেয়ারদের হ্যামস্ট্রিং আর পেশিতে সামান্য সমস্যা হতে পারে। ভবিষ্যতে এই বিষয়টা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। তবে মাঠ কিছুটা নরম হলেও আমরা যথেষ্ট মানিয়ে নিয়েছি। পিচও স্পঞ্জি ধরনের। এই পিচে যত রান ওঠা উচিত, তার চেয়ে বেশি রান তুলেছি। বোলাররাও খুব ভালো খেলেছে।"

উল্লেখ্য, পাঁচ মাস আগেও নাসাউ কাউন্টির স্টেডিয়াম ছিল চাষের জমি। মাত্র তিন মাসে তৈরি করা হয় এই স্টেডিয়াম। এই মাঠের পিচ আনা হয়েছে ফ্লোরিডা থেকে। যাকে বলা হচ্ছে ড্রপ-ইন পিচ। এটাকে বলা হচ্ছে ক্রিকেটের প্রথম ‘মডিউলার’ স্টেডিয়াম। তবে যেভাবে তৈরি হয়ে থাক না কেন, মাঠের পরিস্থিতি ভাবাচ্ছে টিম ইন্ডিয়াকে।

[আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পরেই বড় চমক, আগামী সপ্তাহেই রিয়ালের পথে এমবাপে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে সহজেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া।
  • ১৮৩ রানের লক্ষ্য দিয়ে ৬০ রানে হেলায় ম্যাচ জিতেছেন রোহিতরা। কিন্তু তা সত্ত্বেও সন্তুষ্ট নন কোচ রাহুল দ্রাবিড়।
  • নিজের দল নয়, তাঁর চিন্তা নাসাউ স্টেডিয়ামের মাঠের অবস্থা নিয়ে।
Advertisement