shono
Advertisement
India Cricket Team

'বেরিল'-এর তাণ্ডবে ঘরবন্দি রোহিতরা, এখনও অনিশ্চিত বিশ্বজয়ীদের দেশে ফেরা

বিসিসিআই থেকে চেষ্টা করা হচ্ছে নির্বিঘ্নে রোহিতদের দেশে ফিরিয়ে আনতে।
Published By: Arpan DasPosted: 11:18 AM Jul 01, 2024Updated: 12:06 PM Jul 01, 2024

দেবাশিস সেন, বার্বাডোজ: বিশ্বকাপ জিতে দেশবাসীর স্বপ্নপূরণ করেছে টিম ইন্ডিয়া (India Cricket Team)। এবার ভারতে ফেরার পালা। কিন্তু তার আগেই বড়সড় দুর্যোগে আটকে পড়েছেন রোহিতরা। হারিকেন ঝড় 'বেরিল'-এর দাপটে এখনও বার্বাডোজেই আটকে কোচ দ্রাবিড়-সহ গোটা দল। দুর্যোগের জেরে আপতত স্থানীয় বিমানবন্দর বন্ধ।

Advertisement

প্রাথমিকভাবে রবিবারই দেশের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল বিরাট-বুমরা-সূর্যদের। কিন্তু পরিস্থিতি ক্রমশ খারাপ দিকে যাচ্ছে। ইতিমধ্যে গোটা বার্বাডোজ জুড়ে রেড অ্যালার্ট জারি হয়েছে। ঘর ছেড়ে বেরোতে নিষেধ করা হয়েছে। বিশ্বজয়ের পর দেশের ফেরার জন্য তৈরি হয়েছিলেন ভারতীয় দলে ক্রিকেটার, কোচিং স্টাফ, পরিবারের সদস্য এবং কর্তা মিলিয়ে প্রায় ৭০ জনের দলটি। কিন্তু কবে তাঁরা ফিরতে পারবেন, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

[আরও পড়ুন: বিশ্বজয়ের পর ‘বেকার’ দ্রাবিড়! কবে যোগ দেবেন নতুন কোচ? জানালেন জয় শাহ]

দক্ষিণ আফ্রিকা দল যদিও বার্বাডোজ থেকে আগেই বেরিয়ে গিয়েছে। এদিকে বিসিসিআই থেকে চেষ্টা করা হচ্ছে যে কোনও উপায়ে নির্বিঘ্নে রোহিতদের দেশে ফিরিয়ে আনতে। ক্রিকেটারদের পরিবারও উদ্বিগ্ন সামগ্রিক পরিস্থিতি নিয়ে।

চলতি মাসের ৬ তারিখ থেকে শুরু হবে জিম্বাবোয়ে সফর। সেখানে ভারতের রিজার্ভ দলকে পাঠানো হবে। যদিও যশস্বী জয়সওয়াল, শিবম দুবে, রিঙ্কু সিংরা থাকবেন সেই টিমে। তারাও আপাতত বার্বাডোজে। ফলে দেশে ফিরেই তাঁদের ফের পাড়ি দিতে হবে জিম্বাবোয়ের উদ্দেশে।

[আরও পড়ুন: বাদ বিরাট, ভারতের ৬ জনকে নিয়ে বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা আইসিসির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্বকাপ জিতে দেশবাসীর স্বপ্নপূরণ করেছে টিম ইন্ডিয়া। এবার ভারতে ফেরার পালা।
  • তার আগেই বড়সড় দুর্যোগে পড়েছেন রোহিতরা। হারিকেন ঝড় 'বেরিল'-এর দাপটে এখনও বার্বাডোজেই আটকে কোচ দ্রাবিড়-সহ গোটা দল।
  • দুর্যোগের জেরে আপতত স্থানীয় বিমানবন্দর বন্ধ।
Advertisement