সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রামমন্দির নিয়ে কম বিতর্ক হয়নি ভারতে। এবার সেই বিতর্কে রেশ পৌঁছল সুদূর আমেরিকায়। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার ‘ইন্ডিয়া ডে’ পালন উৎসবে এবার নিউ ইয়র্কে রাম জন্মভূমি অযোধ্যায় নবনির্মিত রাম মন্দিরের আদলে তৈরি একটি ট্যাবলো বের করার কথা। আমেরিকার বিশ্ব হিন্দু পরিষদ এই ট্যাবলো প্রদর্শনীর আয়োজন করেছে। কিন্তু সেই ট্যাবলো মুসলিম বিরোধী বলে উদ্বেগ প্রকাশ করেছে বেশ কিছু মুসলিমপন্থী আমেরিকান সংগঠন।
তাদের উদ্বেগ, ওই ট্যাবলোটি নয়ের দশকে অযোধ্যায় বাবরি মসজিদ ভাঙার ঘটনাকে গৌরবময় করে তুলতে পারে। এই কারণ দেখিয়ে নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস ও নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হচুলকে চিঠি লিখেছে সংগঠনগুলি।\
[আরও পড়ুন: ভোটের মুখে হেমন্তের সঙ্গ ছেড়ে বিজেপিতে চম্পাই! জল্পনার মধ্যেই মুখ খুললেন ঝাড়খণ্ডের ‘বাঘ’]
মেয়রকে চিঠি দেওয়া হয়েছে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস, ভারতীয় আমেরিকান মুসলিম কাউন্সিল ও হিন্দুস ফর হিউম্যান রাইটস সংগঠনের পক্ষ থেকে। চিঠিতে বলা হয়েছে, “আয়োজক সংগঠন ভারতীয় সংস্কৃতিকে বিশ্ব মঞ্চে পরিচয় করানোর নামে হিন্দু আদর্শকে প্রচার করার চেষ্টা করছে।” এর পালটা জবাবে আমেরিকার বিশ্ব হিন্দু পরিষদ জানায়, রাম মন্দিরের ট্যাবলো হিন্দুদের পুজোর একটি স্থানকে তুলে ধরছে। ভারতীয় ও হিন্দুদের পরিচয় বহন করছেন রাম মন্দিরের রাম। এছাড়া এখানে কারও কণ্ঠরোধ করার ক্ষমতা নেই।