সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওয়ানডেতে একনম্বর দল ভারত (Indian Cricket Team)। শুক্রবার মোহালিতে অস্ট্রেলিয়াকে (Australia) হারানোর ফলে আইসিসি-র র্যাঙ্কিংয়ে শীর্ষে পৌঁছল ভারত। পাকিস্তান নেমে গেল দুনম্বরে। অস্ট্রেলিয়া তিনে।
গত কয়েকদিন ধরেই আইসিসির র্যাঙ্কিংয়ে ব্যাপক রদবদল হচ্ছে। একসময়ে অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছিল একনম্বরে। এশিয়া কাপ জিতেও ভারত শীর্ষস্থানে পৌঁছয়নি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভারত হারাল অজিদের। আর তার ফলে আইসিসি-র ক্রমতালিকায় এক নম্বর স্থান দখল করে নিল।
[আরও পড়ুন: Asian Games 2023: এশিয়ান গেমসের উদ্বোধন আজ, ডায়মন্ড লিগের সাফল্যই বাড়াচ্ছে পদকের আশা]
অস্ট্রেলিয়া হেরে যাওয়ার ফলে বিশ্বকাপে একনম্বর দল হয়ে নামতে পারবেন না স্টিভ স্মিথরা। পাকিস্তান অবশ্য শীর্ষস্থানে পৌঁছতেই পারে। সিরিজের বাকি দুটি ম্যাচে ভারতকে হারাতে পারলেই অজিরা পৌঁছে যাবে শীর্ষে। সিরিজ ভারত জিতে নিলে বিশ্বের একনম্বর দল হিসেবে নামতে পারবে মেগাইভেন্টে।
টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে আগেই একনম্বর স্থান দখল করেছিল ভারত। বাকি ছিল ওয়ানডে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ জিতে নেওয়ার ফলে এখন ভারত ওয়ানডে, টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে একনম্বর দল। অজিরা ৫০ ওভারে ২৭৬ রান করে। ভারত ব্যাট করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে ম্যাচ জিতে নেয়।