shono
Advertisement

সর্বাধিক ভোটে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত ভারত

সদস্যপদ পেল বাংলাদেশও৷ The post সর্বাধিক ভোটে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত ভারত appeared first on Sangbad Pratidin.
Posted: 01:30 PM Oct 13, 2018Updated: 01:30 PM Oct 13, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদের সদস্য নির্বাচিত হল ভারত। আগামী তিনবছরের জন্য মানবাধিকার পরিষদের সদস্যপদ পেল দেশ৷ ১৯৩ দেশের রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে নির্বাচিত হওয়ার জন্য প্রয়োজন হয় কমপক্ষে ৯৭টি দেশের ভোট৷ তবে, এশিয়া-প্যাসিফিক বিভাগে সর্বোচ্চ ভোট পেয়েই নির্বাচিত হয়েছে ভারত৷ দেশের ঝুলিতে এসেছে ১৮৮টি ভোট৷ কাশ্মীর ইস্যুতে বারবারই ভারতের বিরুদ্ধে রাষ্ট্রসংঘে সুর চড়াচ্ছে পাকিস্তান, এমত সময়ে ভারতের মানবাধিকার পরিষদের সদস্য হওয়াকে গুরুত্ব দিয়ে বিচার করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা৷

Advertisement

[মুসলিমদের উপর নয়া নিষেধাজ্ঞা চিনে, ‘মুখ ফিরিয়ে’ তাবড় ইসলামিক দেশ]

জানা গিয়েছে, গোপন ব্যালটে ভোটদান করে মানবাধিকার পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্র৷ বাক্স খুলতেই দেখা যায় ভারতের জয় জয়কার৷ ভারতের সঙ্গে এই পরিষদের নয়া সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ, ফিজি, বাহরিন ও ফিলিপিন্সও৷ রাষ্ট্রসংঘ নিয়োজিত ভারতীয় দূত সৈয়দ আকবরুদ্দিন বলেন, বিশ্ব রাজনীতিতে ভারতের সক্রিয় উপস্থিতির জন্যই এই সাফল্য এসেছে৷ ভারতের আগে থেকেই এই পরিষদের সদস্য রয়েছে পাকিস্তান৷ প্রভাব খাটিয়ে কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের এই কমিশনকে উসকে দেয় ইসলামাবাদ৷ পাক দাবিকে সমর্থন জানিয়ে কয়েক মাস আগেই ভারতের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদ৷ এমত পরিস্থিতিতে এই পরিষদে ভারতের অন্তর্ভুক্তি গুরুত্বপূর্ণ বলে মনে করাব হচ্ছে৷

[মার্কিন সংস্থার গোপন নথি পাচার! এফবিআই-এর জালে চিনা গুপ্তচর]

আবার অনেকেই এই পরিষদকে গুরুত্ব দিতে নারাজ৷ তার কারণ, এই পরিষদ থেকে ইতিমধ্যেই বেরিয়ে এসেছে আমেরিকা৷ মার্কিন উপস্থিতি না থাকার দরুন এই পরিষদকে তাঁরা নখদন্তহীন বাঘ বলেই মনে করে৷ ভারত ছাড়াও, আরও ১৩টি অন্য দেশ নিরাপত্তা পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হয়েছে। তারাও বিভিন্ন জোন থেকে প্রতিনিধিত্ব করছে৷ এশিয়া-প্যাসিফিক জোনে ভারত ছাড়াও রয়েছে পাকিস্তান, নেপাল ও বাংলাদেশ৷

The post সর্বাধিক ভোটে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য নির্বাচিত ভারত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement