shono
Advertisement

ইউক্রেনে যাবেন না, নাগরিকদের সতর্ক করে বার্তা ভারতীয় দূতাবাসের

ইউক্রেনে হামলার ঝাঁজ বাড়িয়েছে রাশিয়া।
Posted: 09:51 AM Oct 11, 2022Updated: 09:51 AM Oct 11, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউক্রেনে হামলার ঝাঁজ বাড়িয়েছে রাশিয়া। সোমবার দেশটিতে আছড়ে পড়ে প্রায় ৮৫টি রুশ ক্ষেপণাস্ত্র। হতাহত হন অনেকেই। সেই ঘটনার পরেই নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করেছে কিয়েভের ভারতীয় দূতাবাস। জরুরি প্রয়োজন ছাড়া ইউক্রেনে যেতে বারণ করা হয়েছে ভারতীয় নাগরিকদের। ইউক্রেনের মধ্যে যাতায়াত নিয়েও সতর্ক করেছে দূতাবাস।

Advertisement

সোমবার কিয়েভের ভারতীয় দূতাবাসের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, “ইউক্রেনের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। জরুরি প্রয়োজন ছাড়া ইউক্রেন সফরে যাবেন না। ইউক্রেনের (Ukraine) মধ্যেও এক জায়গা থেকে অন্য জায়গায় যাবেন না। নাগরিকরা কোথায় রয়েছেন, তা দূতাবাসকে জানিয়ে রাখার অনুরোধ করা হচ্ছে। যাতে প্রয়োজনে তাঁদের কাছে পৌঁছনো যায়।” বলে রাখা ভাল, যুদ্ধ শুরু হওয়ার পর ইউক্রেন থেকে অন্তত ২০ হাজার ভারতীয় ডাক্তারি পড়ুয়া ও নাগরিকদের উদ্ধার করে নয়াদিল্লি। তবে এখনও সে দেশে বেশ কয়েকজন ভারতীয় রয়ে গিয়েছেন বলে সূত্রের খবর।

[আরও পড়ুন: ইউক্রেনকে শায়েস্তা করতে ‘সিরিয়ার কসাই’-কে মাঠে নামালেন পুতিন!]

উল্লেখ্য, শনিবার রাশিয়ার (Russia) মূল ভূখণ্ড ও ক্রাইমিয়ার সংযোগকারী সেতুতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, হামলার নেপথ্যে রয়েছে ইউক্রেনের কমান্ডো বাহিনী। এটা রুশ ভূখণ্ডে সন্ত্রাসবাদী হামলা। এর প্রত্যুত্তর দেওয়া হবে। তারপরই সোমবার সকালে মিসাইল হামলা শুরু করে রাশিয়া। রাজধানী কিভেই ৫টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। ৮৫টি ধারাবাহিক মিসাইল হামলা হয়েছে বলে দাবি। ইউক্রেনের তরফে জানানো হয়েছে, রাশিয়ায় নতুন করে ক্ষেপণাস্ত্র হামলায় মারা গিয়েছেন ১১ জন। আহত অন্তত ৬৪ জন।

প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই নিরপেক্ষ অবস্থান নিয়েছিল ভারত। তবে পরবর্তীকালে রাষ্ট্রসংঘের নানা রুশ বিরোধী ভোটাভুটিতে অংশ নেওয়া থেকে বিরত থেকেছে ভারত। ফলে বিশেষজ্ঞদের অনুমান, আদতে রাশিয়ার পাশেই দাঁড়াচ্ছে ভারত। নিরপেক্ষ অবস্থান বজায় রাখার ফলে সারা বিশ্বে প্রশংসিত হয়েছে ভারতের কূটনীতি। তবে ইউক্রেনের উপর হামলা নিয়ে আগেও উদ্বেগ প্রকাশ করেছে ভারত। সংঘাত সমাধানে প্রয়োজনে মধ্যস্থতায় রাজি বলেও এবার জানিয়েছে নয়াদিল্লি।

[আরও পড়ুন: সন্ত্রাস দমন করতেই উইঘুর মুসলিমদের বিরুদ্ধে কড়া হতে হয়েছে, সাফাই চিনের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement