shono
Advertisement

Breaking News

ফ্রান্সের সঙ্গে চুক্তি, ৩৬টি ফাইটার জেট কিনছে ভারত

এই জেটগুলি ভারতীয় অস্ত্রভাণ্ডারে যোগ হলে পাকিস্তানের থেকে ধারে ও ভারে যে দেশ অনেকটাই এগোবে, এমনটাই মত বিশেষজ্ঞদের৷ The post ফ্রান্সের সঙ্গে চুক্তি, ৩৬টি ফাইটার জেট কিনছে ভারত appeared first on Sangbad Pratidin.
Posted: 10:39 PM Sep 23, 2016Updated: 03:01 PM Sep 25, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীতে যুক্ত হতে চলেছে ৩৬টি অত্যাধুনিক রাফালে ফাইটার জেট৷ শুক্রবারই ফ্রান্সের সঙ্গে এই মর্মে চুক্তি স্বাক্ষর করলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর৷

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগেই এ চুক্তি নিয়ে প্রয়োজনীয় আলাপ-আলোচনা সেরে রেখেছিলেন৷ তবে দর কষাকষিতে কিছুটা সময় লেগেছে৷ প্রতিরক্ষা মন্ত্রী আগে জানিয়েছিলেন, এই ধরনের কেনাকাটার ক্ষেত্রে ০.১ শতাংশ হেরফেরও কোটি কোটি টাকার অঙ্কে পৌঁছায়৷ তাই অনেক হিসেব করেই চুক্তি করতে হয়৷ সে কারণেই অপেক্ষা করতে বলেছিলেন দেশবাসীকে৷ গত জুনে চুক্তির ব্যাপারটি আরও নিশ্চিত করে তিনি জানিয়েছিলেন, ফ্রান্সের থেকে ফাইটার জেট কেনার পথেই এগোচ্ছে ভারত৷ সেইমতো বেশ কিছুটা সময় পেরোলেও অবশেষে স্বাক্ষরিত হল চুক্তি৷

 শুক্রবার ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ইভস লে দ্রিয়ানের উপস্থিতিতে প্রতিরক্ষামন্ত্রী এই চুক্তি স্বাক্ষর করেন৷ ৭.১৮ বিলিয়ন ইউরোতে এই ফাইটার জেট কিনল ভারত৷ অত্যাধুনিক প্রযুক্তির এই জেটগুলি ভারতীয় অস্ত্রভাণ্ডারে যোগ হলে পাকিস্তানের থেকে ধারে ও ভারে যে দেশ অনেকটাই এগোবে, এমনটাই মত বিশেষজ্ঞদের৷ উরি হামলার ঠিক পরেই এই চুক্তি স্বাক্ষর করে আন্তর্জাতিক মহলের কাছেও বিশেষ বার্তা দিল ভারত৷

 

The post ফ্রান্সের সঙ্গে চুক্তি, ৩৬টি ফাইটার জেট কিনছে ভারত appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement