shono
Advertisement

দুবছর পরে টেস্ট ক্রিকেটে ফিরল ভারতের মহিলা দল, একই দিনে অভিষেক তিন তারকার

ভারতের প্রথম একাদশে নেই কোনও বাঙালি ক্রিকেটার।
Posted: 01:12 PM Dec 14, 2023Updated: 01:12 PM Dec 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে টেস্ট খেলতে নেমেছে ভারতের মহিলা দল (India Women Team)। ডিওয়াই পাটিল স্টেডিয়ামে একইদিনে অভিষেক ঘটল তিন ভারতীয় মহিলা ক্রিকেটারের। জেমাইমা রডরিগেজ, রেণুকা ঠাকুর এবং শুভা সতীশ ডেবিউ ক্যাপ নিলেন কোচ অমল মুজুমদারের কাছ থেকে।
উল্লেখ্য, ঘরের মাঠে ৯ বছর পরে টেস্ট খেলতে নেমেছে ভারতের মহিলা দল। আর শেষ বার ভারতের মহিলা ক্রিকেট দল টেস্ট ম্যাচ খেলেছিল ২০২১ সালে। সেই বছর কেবল দুটি টেস্ট ম্যাচ খেলেছিল ভারতের মহিলা দল। একটি টেস্ট ম্যাচ হয়েছিল ব্রিস্টলে। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড। ওই একই বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও খেলেছিল ভারতের মহিলা ক্রিকেট দল। দুটি টেস্ট ম্যাচই ড্র হয়। সেভাবে বললে, দুবছর পরে ফের টেস্টে ক্রিকেটে ফিরল ভারত। 

Advertisement

[আরও পড়ুন: ‘… ভারত ছেড়ে চলে যেতাম’, বিশ্বকাপে ‘সজদা’ সেলিব্রেশন নিয়ে তোপ শামির]

অর্থাৎ ভারতের মহিলা দলের প্রত্যাবর্তনের টেস্ট ম্যাচে তিন মহিলা তারকার অভিষেক ঘটল। জেমাইমা ও রেণুকা ঠাকুর ভারতের মহিলা দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে খেলেন। কিন্তু এর আগে টেস্ট ম্যাচ খেলেননি। জেমাইমা ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে নিয়মিত। ২৪টি ওয়ানডে এবং ৮৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ওয়ানডে-তে চারটি পঞ্চাশ করেন জেমাইমা। টি-টোয়েন্টি ফরম্যাটে জেমাইমার সংগ্রহ ১৯২৩ রান। ১০টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। রেণুকা ঠাকুর আবার সাতটি ওয়ানডে খেলেছেন। ১৮টি উইকেট তাঁর ঝুলিতে। টি-টোয়েন্টি ফরম্যাটে রেণুকার সংগ্রহ আবার ৩৮টি উইকেট। খেলেছেন ৩৫টি টি-টোয়েন্টি ম্যাচ। ভারতের জার্সিতে প্রথম বার খেলতে নেমেছেন সতীশ। 

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে ভারত যে প্রথম একাদশ নামিয়েছে তাতে নেই কোনও বাঙালি ক্রিকেটার। যদিও দীপ্তি শর্মা রয়েছেন প্রথম একাদশে। বাংলার হয়ে খেলেন দীপ্তি। তিন মহিলা ক্রিকেটারের অভিষেক হওয়ার প্রেক্ষিতে একটি ভিডিও পোস্ট করেছে বিসিসিআই। তাতে দেখা যাচ্ছে কোচ অমল মুজুমদারের কাছ থেকে টুপি নিচ্ছেন শুভা সতীশ, রেণুকা সিং ঠাকুর ও জেমাইমা। বিসিসিআই-এর তরফে লেখা হয়েছে, ”ওদের হাসিই সব কথা বলে দিচ্ছে। ”

[আরও পড়ুন: সংসদের নিরাপত্তা ‘বেআব্রু’, সরকারকে ঘিরে ধরল INDIA জোট]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement