shono
Advertisement

Breaking News

সেঞ্চুরি ফেলে এলেন রাহুল, মরিয়া লড়াই জাদেজার, প্রথম টেস্টের রাশ ভারতের হাতে

ভারত এগিয়ে ১৭৫ রানে। তৃতীয় দিন ইংল্যান্ডের উপরে চাপ আরও বাড়াবে টিম ইন্ডিয়া।
Posted: 05:33 PM Jan 26, 2024Updated: 07:08 PM Jan 26, 2024

ইংল্যান্ড (প্রথম ইনিংস) ২৪৬
ভারত (প্রথম ইনিংস) ৪২১-৭ (যশস্বী ৮০, রাহুল ৮৬, জাদেজা অপরাজিত ৮১)
১৭৫ রানে এগিয়ে ভারত
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:
লোকেশ রাহুল (KL Rahul) সেঞ্চুরি ফেলে এলেন মাঠে। প্রয়োজনের সময়ে রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) ও ভরত টিম ইন্ডিয়াকে টানলেন। দ্বিতীয় দিনের শেষে স্কোর বোর্ড বলছে, ভারত ১৭৫ রানে এগিয়ে। জাদেজা দিনের শেষে অপরাজিত রয়েছেন ৮১ রানে। তাঁর সঙ্গে ক্রিজে রয়েছেন অক্ষর প্যাটেল (৩৫)। ভারতের রান সাত উইকেটে ৪২১ রান। প্রথম ইনিংসে ভারত আরও লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের উপরে চাপ আরও বাড়াবে। এটাই দেওয়াললিখন। দ্বিতীয় দিনের শেষে বলে দেওয়াই যায় টেস্টের রাশ এখনও পর্যন্ত ভারতেরই হাতে। প্রথম দিনের শেষে ক্রিজে ছিলেন যশস্বী জয়সওয়াল এবং শুভমান গিল। আগেরদিনের রানের সঙ্গে মাত্র ৪ রান যোগ করার পরে আউট হন যশস্বী। তিন নম্বরে নেমে শুভমান গিল হতাশই করেন। মাত্র ২৩ রান করেন তিনি। ৩ উইকেটে ১৫৯ রান ভারতের, এই অবস্থায় লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ার ভারতের ইনিংস গোছানোর কাজ শুরু করেন। শ্রেয়স আইয়ার ব্যক্তিগত ৩৫ রানে আউট হন।   

Advertisement

 

[আরও পড়ুন: অনুষ্টুপের সেঞ্চুরি, রানে ফিরলেন মনোজও, দুই অভিজ্ঞর ব্যাটে স্বস্তি ফিরল বঙ্গশিবিরে]

 

লোকেশ রাহুল যেভাবে এগোচ্ছিলেন, সেঞ্চুরি আসা কেবল সময়ের অপেক্ষা ছিল। লোকেশ রাহুলের (KL Rahul) দুর্ভাগ্য সেঞ্চুরি মাঠে ফেলে এলেন। ১২৩ বলে ৮৬ রানে ফিরে গেলেন কেএল রাহুল। লোকেশ রাহুলের ব্যাটিং সাবলীল। হায়দরাবাদেও রাহুল খেললেন দুর্দান্ত এক ইনিংস। ৮টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল রাহুলের ইনিংস। লোকেশ রাহুল যখন আউট হন, তখন ভারতের রান ৫ উইকেটে ২৮৮। এর পরে ভরত ও রবীন্দ্র জাদেজা ফের লড়াই শুরু করেন। ব্যক্তিগত ৪১ রানে আউট হন ভরত। তিনি ফিরে গেলে অক্ষর প্যাটেলের সঙ্গে জাদেজা ফের পার্টনারশিপ গড়েন। জাদেজার লড়াকু ৮১ রানে সাজানো ছিল ৭টি চার ও ২টি ছক্কা। তৃতীয় দিনে ম্যাচের উপরে আরও জাঁকিয়ে বসার চেষ্টা করবে ভারত, একথা বলাই বাহুল্য।

[আরও পড়ুন: ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে বিপিএলে নিষিদ্ধ শোয়েব মালিক, বিয়ের পর বড় বিতর্কে প্রাক্তন পাক অধিনায়ক]

 

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement