shono
Advertisement

গো-মাংস রপ্তানিতে ভারত বিশ্বে কত নম্বরে জানেন?

বাড়ছে রপ্তানির পরিমাণ। The post গো-মাংস রপ্তানিতে ভারত বিশ্বে কত নম্বরে জানেন? appeared first on Sangbad Pratidin.
Posted: 04:36 PM Jul 29, 2017Updated: 11:06 AM Jul 29, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে গো-মাংসের জন্য এত মারকাটারি অবস্থা গোটা দেশে, যে গো-মাংসের জন্য এত হানাহানি, রক্তক্ষয়, রক্তচক্ষু, জানেন কি সেই গো-মাংস রপ্তানিতে ভারতের স্থান কত নম্বরে? গো-মাংস রপ্তানি করে রীতিমতো আয় করে এই দেশ। গোটা পৃথিবীতে যত গো-মাংস রপ্তানি হয়, তার ১৬ শতাংশই ভারত থেকে রপ্তানি হয়। রাষ্ট্রসংঘের অর্থনৈতিক সহযোগিতা সংস্থা, খাদ্য ও কৃষি সংস্থার করা একটি সমীক্ষা বলছে, গো-মাংস সরবরাহকারী দেশের তালিকায় ভারত তিন নম্বরে। ব্রাজিল প্রথম ও অস্ট্রেলিয়া দ্বিতীয় স্থানে রয়েছে।

Advertisement

[ফের ভাষা বিতর্ক, নবনির্মাণ সেনার তাণ্ডবে সরানো হল গুজরাটি সাইনবোর্ড]

তবে একটা ছোট্ট টুইস্ট আছে গল্পে। এই মাংস গরুর নাকি মোষের, তা অবশ্য স্পষ্ট করেনি সমীক্ষা।২০১৬ সালে ভারত ১৫ লক্ষ ৬০ হাজার টন মাংস রপ্তানি করে। ২০২৬ সাল পর্যন্ত এই স্থান ভারত ধরে রাখতে পারবে বলে আশাপ্রকাশ করেছে সমীক্ষা। সেই পরিমাণ বেড়ে ১লক্ষ ৯৩ হাজার টন পর্যন্তও হতে পারে বলে সূত্রের খবর।

[‘কাশ্মীরে তেরঙ্গা ধরার জন্য কেউ থাকবে না’]

প্রসঙ্গত, দেশে গো-হত্যা রুখতে কড়া আইন চালু করেছে কেন্দ্র। সরকারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, পশু হাট বা পশু মেলায় বেআইনিভাবে আর পশুর মাংস বিক্রি করার অনুমতি মিলবে না। তবে কেন্দ্রের এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক  চালই দেখছে বিরোধীরা। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই পশু হাটে বেআইনি মাংসের বিক্রি বন্ধের নয়া আইন চালু হয়েছে। যাকে সমর্থন জানিয়েছেন সমাজসেবীরাও।

[‘রাম নামে অ্যালার্জি থাকলে ইন্দোনেশিয়ার থেকে শিক্ষা নিন’]

তবে রাষ্ট্রসংঘের পরিসংখ্যান কিন্তু অন্য ছবিই দেখাচ্ছে, যে ছবি ইঙ্গিত দিচ্ছে দেশের রাজনৈতিক ঘোলা জলের চরিত্রের।

The post গো-মাংস রপ্তানিতে ভারত বিশ্বে কত নম্বরে জানেন? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement