সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুরু গম্ভীর জমানার প্রথম ওয়ানডে সিরিজ। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতির সেরা সুযোগ। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে লজ্জাজনক পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। তিন ম্যাচের সিরিজে একটাও ম্যাচ জিততে পারলেন না রোহিত শর্মারা। প্রথম ম্যাচ কোনওমতে টাই হওয়ার পরে টানা দুই ম্যাচে হারল ভারত। ২-০ ফলে সিরিজ জিতে নিল শ্রীলঙ্কা। গত ২৭ বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ হারেনি ভারত। কিন্তু গৌতম গম্ভীর কোচিংয়ের শুরুতেই সেই রেকর্ড ভেঙে গেল।
প্রথম ম্যাচে টাই এবং দ্বিতীয় ম্যাচে হারের পর ভারতের পক্ষে সিরিজ জেতা এমনিতেও সম্ভব ছিল না। বুধবার সিরিজ বাঁচানোর লক্ষ্যে নেমেছিল মেন ইন ব্লু। সেই জন্য দলে দুটি পরিবর্তন করে ম্যানেজমেন্ট। কে এল রাহুল এবং অর্শদীপ সিংকে বসিয়ে নামানো হয় ঋষভ পন্থ এবং রিয়ান পরাগকে। ব্যাট হাতে অবদান রাখার পাশাপাশি স্পিন সহায়ক উইকেটে রিয়ানের বোলিং কার্যকর হবে বলেই আশা ছিল দলের।
[আরও পড়ুন: হাসপাতালে ভিনেশের সঙ্গে সাক্ষাৎ পিটি উষার, মানসিকভাবে শক্তিশালী থাকার বার্তা কিংবদন্তির]
এদিন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ওপেন করতে নেমে ৯৬ রানের দুরন্ত ইনিংস খেলেন আবিষ্কা ফার্নান্ডো। ৪৫ রানের ইনিংস আসে আরেক ওপেনার পাথুম নিশঙ্কার ব্যাট থেকেও। তিন নম্বরে নেমে ৫৯ করেন কুশল মেন্ডিস। এই তিন ব্যাটারের দাপটেই ৫০ ওভার ২৪৮ রান তুলে ফেলে লঙ্কা ব্রিগেড। ভারতের তরফে তিন উইকেট তুলে নেন রিয়ান। আঁটসাট বোলিং করেন ওয়াশিংটন সুন্দর এবং কুলদীপ যাদবও।
ঘূর্ণি উইকেটে প্রায় ২৫০ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় ভারত। পঞ্চম ওভারেই আউট হয়ে যান শুভমান গিল। অন্যদিকে ২০ বলে ৩৫ রান করে ঝোড়ো শুরু করলেও বড় ইনিংস গড়তে পারেননি রোহিত। তার পর থেকে কেবলই ভারতের ব্যাটিং ব্যর্থতার ছবি। বিরাট কোহলি থেকে পন্থ-কেউই টিকে থাকতে পারেননি। শেষ দিকে এসে মরিয়া চেষ্টা করেন ওয়াশিংটন। তবে লাভ হয়নি। শেষ পর্যন্ত ১১০ রানের বিরাট ব্যবধানে ম্যাচ হারল ভারত। লজ্জার নজির গড়ে দেশে ফিরবে মেন ইন ব্লু।