shono
Advertisement

মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় আরও তৎপর নয়াদিল্লি

নজরে ভারত-মার্কিন ২+২ বৈঠক৷ The post মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় আরও তৎপর নয়াদিল্লি appeared first on Sangbad Pratidin.
Posted: 04:42 PM Aug 27, 2018Updated: 05:12 PM Aug 27, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করতে আরও তৎপর ভারত৷ ওয়াশিংটনের সহায়তায নিয়ে পাঠানকোট হামলার মূলচক্রীকে কালো তালিকাভুক্ত করতে চাইছে নয়াদিল্লি৷ সেই উদ্দেশ্যে, আগামী সেপ্টেম্বরে হতে চলা ভারত-মার্কিন ২+২ বৈঠকে মাসুদ প্রসঙ্গ তুলতে চাইছে ভারত৷

Advertisement

[দিনেদুপুরে ফ্লোরিডায় বন্দুকবাজের হামলা, মৃত কমপক্ষে তিন]

২০১৬-র পাঠানকোট হামলার পর থেকেই মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার চেষ্টা চালাচ্ছে ভারত৷ নয়াদিল্লির পাশে দাঁড়িয়ে গত বছরের জানুয়ারি মাসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে এই বিষয়ক প্রস্তাব পেশ করে আমেরিকা৷ এই প্রস্তাবে ব্রিটেন, ফ্রান্স ও রাশিয়া সহমত পোষণ করলেও, তা মেনে নেয়নি চিন৷ রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে যেকোনও প্রস্তাবে ভেটো জারি করার ক্ষমতা রয়েছে চিনের। সেই বিশেষ ক্ষমতা প্রয়োগ করেই মার্কিন প্রস্তাব খারিজ করে দেয় পাকিস্তানের সব ঋতুর বন্ধু৷ গত বছরের আগস্ট মাসে প্রথমবার প্রয়োগ করা ভেটোর মেয়াদ শেষ হলে, একই পদ্ধতিতে মাসুদ ইস্যুকে পুরোপুরি হিমঘরে পাঠিয়ে দেয় বেজিং৷ নিজেদের ক্ষমতাকে কাজে লাগিয়েই বারবারই কুখ্যাত জঙ্গি মাসুদ আজহারকে এখনও আড়াল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে শি জিনপিং প্রশাসন। ফলে নিরাপত্তা পরিষদের ১৪টি সদস্য রাষ্ট্র মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণার প্রস্তাবে একমত হলেও, তা কার্যকর করা যায়নি৷

[শত্রুর উপর নজরদারি চালাতে শক্তিশালী ‘ড্রোন বাহিনী’ তৈরি করেছে চিন!]

কিন্তু আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতি অনেকটাই আলাদা৷ বিশেষ করে পাক সাধারণ নির্বাচনের জয়লাভ করে ইমরান খান পাকিস্তানের তখতে বসার পর৷ কারণ, প্রধানমন্ত্রী হয়েই ইমরান খান জোর দিয়েছেন ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক করার বিষয়ে৷ তিনি বলেন, ভারত এক কদম এগোলে, পাকিস্তান দু’কদম এগিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবে৷ এছাড়া সম্প্রতি চিনা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গেও সন্ত্রাসবাদ ইস্যুতে খোলাখুলি আলোচনা করেছে ভারত৷ এমত পরিস্থিতি আমেরিকার সামনে আবারও মাসুদ ইস্যু তুলতে চাইছে নয়াদিল্লি৷ আগামী ৬ আগস্ট ভারতে আসছেন মার্কিন পররাষ্ট্র সচিব মাইক পম্পেও ও প্রতিরক্ষা সচিব জেমস ম্যাটিস৷ বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ ও প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে বৈঠক করবেন তাঁরা৷ সেখানেই মাসুদ প্রস্তাব তোলা হবে বলে, নয়াদিল্লি সূত্রে খবর৷

The post মাসুদ আজহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণায় আরও তৎপর নয়াদিল্লি appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement