shono
Advertisement
Insurance Policies

জীবন এবং স্বাস্থ্যবিমায় জিএসটি প্রত্যাহারের দাবি, সংসদের বাইরে বিক্ষোভে 'ইন্ডিয়া'

মঙ্গলবার সকালে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান তাঁরা।
Published By: Sayani SenPosted: 12:34 PM Aug 06, 2024Updated: 12:34 PM Aug 06, 2024

নন্দিতা রায়, নয়াদিল্লি: জীবন এবং স্বাস্থ্যবিমায় জিএসটি প্রত্যাহারের দাবি সংসদ চত্বরে বিক্ষোভ 'ইন্ডিয়া'র সদস্য। মঙ্গলবার সকালে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান তাঁরা। ছিলেন রাহুল গান্ধী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাহুল চাড্ডা, শরদ পাওয়ার, মহুয়া মৈত্র, শতাব্দী রায়-সহ অন্যান্যরা।

Advertisement

কেন্দ্রীয় সড়ক ও পরিবহণমন্ত্রী নীতীন গড়করি অর্থমন্ত্রীকে জীবন বিমা এবং স্বাস্থ্যবিমাকে করমুক্ত করার দাবিতে চিঠি লেখেন। তাঁর বক্তব্য, জীবন এবং স্বাস্থ্য বিমায় ১৮ শতাংশ জিএসটি বিমাক্ষেত্রকে সংকুচিত করছে। একই সঙ্গে প্রবীণ নাগরিকদের সমস্যার মুখে ফেলছে। রাজ্যসভায় প্রসঙ্গটি তোলেন সাংসদ দোলা সেনও। মমতা বন্দ্যোপাধ্যায়ও তার বিরোধিতা করেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে এই দাবিতে চিঠিও লেখেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

[আরও পড়ুন: হিন্ডন এয়ারবেস ছাড়ল বিশেষ বিমান, কোথায় হাসিনা? মুজিবকন্যার গন্তব্য ঘিরে ধোঁয়াশা]

মমতার বক্তব্য, “অসুস্থতা, দুর্ঘটনা, এবং মৃত্যুর মতো কঠিন সময়ে মানুষকে আর্থিকভাবে সাহায্য করাই জীবনবিমা এবং স্বাস্থ্য বিমার মূল উদ্দেশ্য। এই বিমাগুলি কঠিন সময়ে স্বজনহারাদের বা বিপদের মধ্যে থাকা পরিবারগুলির সহায় হয়ে দাঁড়ায়। কিন্তু এভাবে বিমার উপর জিএসটি চাপানো আমনাগরিকের উপর বোঝা বাড়াচ্ছে।” মুখ্যমন্ত্রীর মতে, কেন্দ্রের জিএসটি নীতির ফলে বহু মানুষ নতুন বিমা পলিসি নিতে চাইছেন না। যার ফলে বিপদের সময় আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে। মুখ্যমন্ত্রীর সাফ কথা, বিমায় জিএসটি লাগু করার এই জনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক। ওই একই দাবিতে সংসদের বাইরে বিক্ষোভে শামিল 'ইন্ডিয়া' জোটের প্রতিনিধিরা।

[আরও পড়ুন: হামলার জেরে ‘পুলিশশূন্য’ একাধিক থানা! খুলছে স্কুল-কলেজ, স্বাভাবিক ছন্দে ফিরছে বাংলাদেশ?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • জীবন এবং স্বাস্থ্যবিমায় জিএসটি প্রত্যাহারের দাবি সংসদ চত্বরে বিক্ষোভ 'ইন্ডিয়া'র সদস্য।
  • মঙ্গলবার সকালে সংসদ চত্বরে বিক্ষোভ দেখান তাঁরা।
  • ছিলেন রাহুল গান্ধী, সুদীপ বন্দ্যোপাধ্যায়, রাহুল চাড্ডা, শরদ পাওয়ার, মহুয়া মৈত্র, শতাব্দী রায়-সহ অন্যান্যরা।
Advertisement