সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'আগুন পাখি' নচিকেতা। ‘জীবনমুখী’ গানের সূত্র ধরেই তুমুল জনপ্রিয়তা। এমন শিল্পীর গানও 'ইনফ্লুয়েন্স! সৌরভ চট্টোপাধ্যায়ের 'টাইম অ্যান্ড টাইড পডকাস্ট'-এ সাক্ষাৎকার দিতে গিয়ে এমন কথাই জানালেন সিধু।
ছোটপর্দার দর্শকদের কাছে সৌরভ পরিচিত মুখ। একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন। এখন ইউটিউবে নানা সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করেন অভিনেতা। সম্প্রতি তাঁর মুখোমুখি হন সিধু। ক্যাকটাস-সহ অন্যান্য বাংলা ব্যান্ড নিয়েও হয় আলোচনা। কথায় কথায় আসে নচিকেতার প্রসঙ্গ। সৌরভ জানান, নচিকেতার মতো শিল্পীরও দু-একটি গান 'ইনফ্লুয়েন্সড।'
সৌরভের কথা শেষ হতে না হতেই সিধু বলে ওঠেন, "দু-একটার বেশি। এটুকু বলতে পারি।" এই প্রসঙ্গে নচিকেতার সুপারহিট গান 'রাজশ্রী' ও 'নীলাঞ্জনা ১'-এর কথা উল্লেখ করেন তিনি। বাংলাদেশি ব্যান্ড ফিডব্যাকের গান থেকে কীভাবে নচিকেতা অনুপ্রাণিত হয়েছেন, গান গেয়ে সেকথা বোঝান। শিল্পীর 'নীলাঞ্জনা ৩'-ও স্প্যানিশ গান থেকে 'ইনফ্লুয়েন্সড' বলে জানান সিধু।
এরপরই সিধু বলেন, "অঞ্জন দত্ত কি নেয়নি সুর? অঞ্জন দত্তও নিয়েছেন।" গায়কের কথা শুনে সৌরভ বলেন, "অঞ্জন দত্ত বোধহয় বলে নিয়েছিলেন।" তাতেই সিধুর মন্তব্য, "একদমই। আমার সেটা হচ্ছে পয়েন্ট যে আমার একটা সুর ভালো লাগতেই পারে এবং এতটাই কোনও সুর প্রিয় হয়ে যায় যে মনে হয় এটা নিয়েই কাজ করি বা ভিতর থেকে কয়েকটা বাংলা লাইন চলে এল। সেটা ঠিক আছে, কোনও অসুবিধা নেই। কিন্তু সেটা একটা স্বীকারোক্তি করতে কী অসুবিধা আছে? ক্যাসেট হোক বা রিলিজ হোক, আগে ক্যাসেট রিলিজ হত। সেটা একটা উল্লেখ করে দিতে তো কোনও অসুবিধা নেই যে এই গানটা ওনার দ্বারা আমি অনুপ্রাণিত হয়েছি। এটা বলার মধ্যে আমার মনে হয় কোনও দুর্বলতা তো নেই! বরং এটা ভাবমূর্তিকে অনেকটা স্বচ্ছ করে দিতে পারে। এই একটা লাইন কেন আমি বলব না?"