shono
Advertisement

উচ্চমাধ্যমিক পাশেই মিলতে পারে ডাকবিভাগে চাকরির সুযোগ, জেনে নিন যাবতীয় খুঁটিনাটি

আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
Posted: 04:56 PM Nov 21, 2021Updated: 04:57 PM Nov 21, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি উচ্চমাধ্যমিক পাশ? ভাবছেন প্রতিযোগিতার ইঁদুরদৌড়ে পিছিয়ে পড়ছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, ভারতীয় ডাকবিভাগে (India Post) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সর্টিং অ্যাসিস্ট্যান্ট এবং পোস্টম্যান পদে কর্মী নিয়োগ করা হবে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট পদে ৫১ জন, সর্টিং অ্যাসিস্ট্যান্ট ২৫ জন, পোস্টম্যান ৪৮ পদে নিয়োগ করা হবে। শূন্যপদ মোট ১২৪টি। আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

Advertisement

আবেদনের যোগ্যতা:
পোস্টাল অ্যাসিস্ট্যান্ট/সর্টিং অ্যাসিস্ট্যান্ট:

  • দ্বাদশ শ্রেণি পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
  • ন্যূনতম ২ মাসের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে।

পোস্টম্যান:

  • দ্বাদশ শ্রেণি পাশ হলে এই শূন্যপদে আবেদন করতে পারেন।
  • ন্যূনতম ২ মাসের কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট থাকতে হবে।
  • বাংলা ভাষায় বলা, লেখা এবং পড়ার দক্ষতা থাকতে হবে।

[আরও পড়ুন: Govt Jobs 2021: ন্যূনতম মাধ্যমিক পাশেই মিলতে পারে বালুরঘাট পুরসভায় চাকরি, আবেদনের শর্ত জানেন?]

আবেদনকারীর বয়সসীমা:
ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। সরকারি নিয়মানুযায়ী তফশিলি জাতি এবং উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি:
//www.westbengalpost.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
অফিস অফ দ্য চিফ পোস্টমাস্টার জেনেরাল, ওয়েস্ট বেঙ্গল সার্কেল, কলকাতা: ৭০০০১২।

আবেদনের শেষ দিন:
আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে আগ্রহীকে আবেদন করতে হবে।

আবেদনের ফি:
আবেদনকারীকে ১০০ টাকা ফি হিসাবে ব্যাংকে জমা দিতে হবে। তফশিলি জাতি, উপজাতি এবং মহিলাদের আবেদনের কোনও ফি লাগবে না।

আবেদনকারীকে অবশ্যই //www.westbengalpost.gov.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: Govt Jobs 2021: মাস্টার্স ডিগ্রি থাকলেই মিলতে পারে রাজ্য স্বাস্থ্যদপ্তরে চাকরি, আবেদনের শর্ত জানেন?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement