shono
Advertisement

Breaking News

COVID-19: গত ২৪ ঘণ্টায় ৬৫% বাড়ল দেশের করোনা সংক্রমণ, দিল্লিতে একদিনে আক্রান্ত ছ’শোর বেশি

দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২২ হাজারের বেশি।
Posted: 09:43 AM Apr 20, 2022Updated: 09:56 AM Apr 20, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনার চতুর্থ ঢেউ কি আসন্ন? দিল্লিতে নতুন করে বাড়তে ছাড়া সংক্রমণের মাত্রা যেন তেমন সংকেতই দিচ্ছে। এর জেরে গত ২৪ ঘণ্টায় দেশেও লাফিয়ে বাড়ল কোভিড আক্রান্তের সংখ্যা। উদ্বেগ বাড়াচ্ছে ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেসও। ১২ হাজার ছাড়িয়ে গেল দেশের সক্রিয় রোগীর সংখ্যা। তারই মধ্যে অতি সংক্রামক এক্সই ভ্য়ারিয়েন্ট নিয়েও চিন্তিত বিশেষজ্ঞরা।

Advertisement

বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ২,০৬৭ জন। গতকাল যা ছিল ১২০০-র কিছু বেশি। এর মধ্যে দিল্লিতেই আক্রান্ত ৬৩২ জন। ফলে পজিটিভিটি রেট একলাফে বেড়ে হল ০.৪৯ শতাংশ। সব মিলিয়ে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে ১২ হাজার ৩৪০।

[আরও পড়ুন: ইউক্রেন-রাশিয়া যুদ্ধের আবহেই ইউরোপ সফরে মোদি! যেতে পারেন তিন দেশে]

গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার আপাতত ০.০৩ শতাংশ। রিপোর্ট বলছে, একদিনে করোনায় প্রাণ হারিয়েছেন ৪০ জন। দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২২ হাজার ৬।

দিল্লির করোনা গ্রাফ চিন্তায় রাখলেও দেশে সুস্থতার হার স্বস্তিজনক। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ১৩ হাজার ২৪৮ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ১৫৪৭ জন। সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮৬ কোটি ৯০ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন সাড়ে ১৭ লক্ষের বেশি। বিধিনিষেধ উঠে গেলেও কোনওভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ৪ লক্ষ ২১ হাজার ১৮৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

[আরও পড়ুন: ‘সত্যিকারের দেশভক্ত’, জয়শংকরকে প্রশংসায় ভরিয়ে দিলেন রুশ বিদেশমন্ত্রী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement