সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লি যতই বারবার বলতে থাকুক যে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, এবং এই ভূখণ্ডে ভারতের ছিল, আছে ও থাকবে। চিন কিন্তু চিনের অবস্থানেই অনড়। ভারতের উত্তর-পূর্বের ওই রাজ্যের ৩০ জায়গার নতুন নামকরণ করেছে চিন। যা নিয়ে তীব্র ক্ষুব্ধ ভারত। বিদেশমন্ত্রী এস জয়শংকরের সাফ কথা, "আপনার বাড়ির নতুন নাম দিলে, বাড়িটা কি আমার হয়ে যাবে? এসব নামকরণ করে কোনও লাভ নেই। অরুণাচল ভারতে অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।"
অরুণাচলকে তারা নিজেদের রাজ্য জ্যাংনান হিসাবেই দাবি করে যাচ্ছে চিন। চালিয়ে যাচ্ছে পায়ে পা দিয়ে বিবাদ। ভারতের উত্তর-পূর্বের ওই রাজ্যের তিরিশটি জায়গার চিনা নামকরণ করেছে বেজিং প্রশাসন। বেজিংয়ের সরকারি বিজ্ঞপ্তিতে জ্যাংনান প্রদেশের তিরিশ জায়গার চিনা নাম রাখা হয়েছে। এই তালিকায় ১২টি আবাসিক এলাকা, ১১টি পাহাড়, চারটি নদী, একটি সুড়ঙ্গ ও দুটি খালি এলাকার উল্লেখ আছে।
[আরও পড়ুন: কেজরিওয়ালের বিরুদ্ধে ইডির তৎপরতায় কংগ্রেসের ‘হাত’! বিস্ফোরক বিজয়ন]
এই মন্তব্যের প্রেক্ষিতে ভারতীয় বিদেশমন্ত্রকের প্রতিক্রিয়া, "নির্বোধের মতো কাজ করেছে চিন। নতুন নামকরণ করলেও বাস্তবটা বদলে যাবে না। অরুণাচল ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে আর থাকবে। বেজিংয়ের এই পদক্ষেপ করা নিন্দা করছে ভারত। নতুন নামকরণ মেনে নেওয়া হবে না।"
প্রসঙ্গত, গত বছরও চিন অরুণাচল প্রদেশের বেশ কিছু জায়গার চিনা নাম বিজ্ঞপ্তি দিয়ে ঘোষণা করে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ওই রাজ্যে দুটি দীর্ঘ টানেলের উদ্বোধন করেন। টানেল দুটি সেনাবাহিনীর জন্য খুবই প্রয়োজন ছিল। বিদেশ মন্ত্রকের খবর, টানেল উদ্বোধনের পর থেকেই বেজিং অরুণাচল নিয়ে নতুন করে বিবাদ শুরু করে। জ্যাংনান অর্থাৎ অরুণাচল চিনের অংশ বলে আন্তর্জাতিক মহলে প্রচার শুরু করে। পালটা ভারতও জবাব দিয়েছে। চিনের সরকারি মুখপাত্র গ্লোবাল টাইমস জানিয়েছে, রবিবার নতুন করে আরও তিরিশটি জায়গার চিনা নামকরণ করেছে বেজিং।